shono
Advertisement
Odisha

ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়, ওড়িশায় বজ্রপাতে মৃত ৯, আহত বহু

শুক্রবার সকাল থেকেই গরমে পুড়ছিল ওড়িশার একাধিক জেলা।
Published By: Subhodeep MullickPosted: 09:05 PM May 17, 2025Updated: 09:05 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ওড়িশায় বজ্রপাতে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মহিলা এবং তিন জন কিশোর। আহত হয়েছেন একাধিক।

Advertisement

শুক্রবার সকাল থেকেই গরমে পুড়ছিল ওড়িশার একাধিক জেলা। সন্ধ্যে নামতেই শুরু হয় তুমুল বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। তাতেই কোরাপুট জেলার একই পরিবারের তিন মহিলার মৃত্যু হয়। তাঁদের নাম ব্রুধি মানডিঙ্গা (৬০), কাসা মানডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)। অন্যদিকে, জজপুর জেলার বুরুসি গ্রামে মৃত্যু হয়েছে দুই কিশোরের। মৃতদের নাম তারে হেমব্রম (১৫) এবং টুকুলু ছাত্তার (১২)। জানা গিয়েছে, বৃষ্টির সময়ে তারা বারান্দায় দাঁড়িয়ে ছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতে প্রাণ গিয়েছে গঞ্জম জেলার এক কিশোর এবং যুবতীরও। ধেনকানল এবং গজপতি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই মহিলার। এর মধ্যে একজন পেশায় শ্রমিক ছিলেন। বৃষ্টির সময়ে তিনি ট্রাক্টর থেকে ইঁট নামাচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুতরাং সব মিলিয়ে মোট ৯ জনের প্রাণ গিয়েছে।

এছাড়া ওড়িশার একাধিক জেলায় বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের বেশিরভাগই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আগামী কয়েকদিন ওড়িশাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। এ ধরনের ঘটনা যাতে এড়ানো যায়, তার জন্য ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওড়িশায় বজ্রপাতে মৃত্যু হল ৯ জনের।
  • মৃতদের মধ্যে রয়েছেন ছ’জন মহিলা এবং তিন জন কিশোর।
  • আহত হয়েছেন একাধিক।
Advertisement