সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে (Kerala) আতঙ্ক ছড়াচ্ছে নিপা (Nipah) ভাইরাস। কোঝিকোড়ে দুটি ‘অস্বাভাবিক মৃত্যু’কে ঘিরে তৈরি হয়েছিল আশঙ্কা। মঙ্গলবারই নমুনা পরীক্ষার পর জানা যায়, নিপা ভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই দুজনের। এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক কেন্দ্রের প্রতিনিধি দল পাঠাল কেরলে।
জানা গিয়েছে, যে দুজনের মৃত্যু হয়েছিল, তাঁদের একজন ১১ সেপ্টেম্বর ও অন্যজন ৩০ আগস্টে মারা গিয়েছিলেন। এর মধ্যে সেপ্টেম্বরে প্রয়াত ব্যক্তির এক ২৪ বছরের আত্মীয় ও এক ৯ বছরের শিশুর দেহেও নিপা ভাইরাসের সংক্রমণের চিহ্ন মিলেছে। বামশাসিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছিল আরও পাঁচটি নমুনা। তাঁদের মধ্যে তিনজন নিপা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
[আরও পড়ুন: কলম্বোয় বোলারদের দাপটে লঙ্কা বধ, এশিয়া কাপের ফাইনালে ভারত]
এই পরিস্থিতিতে ‘নিপা অ্যালার্ট’ জারি করা হয়েছে কোঝিকোড়ে। কেরলের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, তারা পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সকলের নিপা টেস্ট করানো হচ্ছে। উল্লেখ্য, কোঝিকোড়ে এর আগেও নিপা ভাইরাসের দৌরাত্ম্য দেখা দিয়েছে। ২০১৮ ও ২০২১ সালে দু’বার আতঙ্ক ছড়িয়েছিল নিপা। প্রথমবার ২৩ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।
এই ভাইরাসে সংক্রমিত হওয়ার লক্ষণ কী? মূলত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথার মতো প্রাথমিক লক্ষণ থাকে। পরে ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়।