সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের লালু-নীতীশ জোটের মধুচন্দ্রিমা শেষ। চার বছর পর ফের বিজেপির সঙ্গে জোট করেছে জেডি(ইউ)। বৃহস্পতিবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। শুক্রবার বিহার বিধানসভায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ হয়ে গেল জেডি (ইউ) ও বিজেপির জোট সরকারের। ১৩১ জন বিধায়কের সমর্থন নিয়ে ভোটে সহজেই জিতলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ জন বিধায়কের সমর্থন। জেডি (ইউ)-র দখলে রয়েছে ৭১টি আসন। অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ৫৩। পাশাপাশি, রামবিলাস পাসোয়ানের লোকজন শক্তি পার্টি-সহ বিহারে এনডিএ-র শরিক দলগুলির পাঁচজন বিধায়ক আছে। সবমিলিয়ে জেডি (ইউ) ও বিজেপি জোটের আসন সংখ্যা ১২৯। কিন্তু, আস্থা ভোটে সরকারের পক্ষে ভোট দিয়েছেন ১৩১ জন বিধায়ক । বিপক্ষে ভোট পড়েছে ১০৮টি। এদিকে এদিন বিহার বিধানসভার বাইরে জেডি (ইউ) ও বিজেপি জোটের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আরজেডি বিধায়করা। বিক্ষোভ হয় বিধানসভার ভিতরেও।
দুর্নীতির সঙ্গে আপস করাটা বরাবরই নাপসন্দ নীতীশ কুমারের। আর বিহারে সেই দুর্নীতি ইস্যুতেই শেষপর্যন্ত ভেঙে গেল লালু-নীতীশ জোট। রেল দুর্নীতিতে নাম জড়িয়েছে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদের ছোট ছেলে ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। বহু টালবাহানার পরেও উপ মুখ্যমন্ত্রী পদ থেকে লালু তনয়ের ইস্তফা নিয়ে কোনও রফাসূত্রে পৌঁছতে পারেনি জেডি(ইউ) ও আরজেডি। তারজেরেই বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। প্রায় সঙ্গে সঙ্গে জেডি (ইউ)-কে সমর্থন করার কথা ঘোষণা করে দেয় বিজেপি। পুরনো জোটসঙ্গীর সমর্থন নিয়ে রাতারাতি ফের বিহারে সরকারও গড়ে ফেলে জেডি (ইউ)। বৃহস্পতিবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারকে শপথ বাক্য পাঠ করান বিহারের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উপ মুখ্যমন্ত্রী হন বিজেপির সুশীল মোদি। আর আজ বিহার বিধানসভায় আস্থা ভোটে নতুন সরকারের সংখ্যাগরিষ্ঠতাও প্রমাণ হয়ে গেল।
দেখুন ভিডিও
The post আস্থা ভোটে জয় নীতীশের, ষড়যন্ত্রের অভিযোগ তেজস্বীর appeared first on Sangbad Pratidin.
