shono
Advertisement
MP High Court

'পরপুরুষের সঙ্গে স্ত্রীর অশালীন চ্যাট স্বামীর জন্য মানসিক নির্যাতন', বলল মধ্যপ্রদেশ হাই কোর্ট

যুক্তিতে স্বামীকে বিবাহবিচ্ছেদের অনুমতি আদালতের।
Published By: Subhajit MandalPosted: 04:48 PM Mar 15, 2025Updated: 05:03 PM Mar 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর পরপুরুষের সঙ্গে অশালীন চ্যাটে মগ্ন স্ত্রী! আদালত বলছে, কোনও পুরুষের পক্ষেই এই ধরনের আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। এটা আসলে মানসিক নিষ্ঠুরতার শামিল। এই যুক্তিতে স্বামীকে বিবাহবিচ্ছেদেরও অনুমতি দিল আদালত।

Advertisement

মধ্যপ্রদেশের ওই দম্পতির বিয়ে হয় ২০১৮ সালে। স্বামীর অভিযোগ, বিয়ের পরও নিজের প্রাক্তন প্রেমিকদের সঙ্গে যোগাযোগ রাখতেন স্ত্রী। শুধু যোগাযোগ রাখা নয়, প্রাক্তন প্রেমিকদের সঙ্গে নিয়মিত কথা বলতেন, এবং অশালীন চ্যাটও করতেন। এমনকী নিজের যৌন জীবন এবং ব্যক্তিগত মুহূর্ত নিয়েও আলোচনা করতেন প্রাক্তন প্রেমিকদের সঙ্গে। এই অভিযোগে নিম্ন আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান তিনি। সেই আবেদন মেনে বিবাহবিচ্ছেদের অনুমতিও দেয় নিম্ন আদালত। কিন্তু অভিযুক্ত ওই মহিলা মধ্যপ্রদেশ হাই কোর্টের দ্বারস্থ হন।

সম্প্রতি মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি বিবেক রুসিয়া এবং বিচারপতি গজেন্দ্র সিংয়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, এভাবে বিয়ের পর যদি কোনও মহিলা পরপুরুষের সঙ্গে অশালীন চ্যাট করেন সেটা কোনও পুরুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বিয়ের পর পুরনো পরিচিত বা বন্ধুদের সঙ্গে কথা বলা বা চ্যাট করা যেতেই পারে। কিন্তু সেটার মধ্যে একটা শালীনতার সীমা থাকা উচিত। সেই সীমা ছাড়িয়ে গেলে সেটা মানসিক নিষ্ঠুরতার শামিল। মধ্যপ্রদেশ হাই কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখে ওই দম্পতির বিবাহবিচ্ছেদে সায় দিয়েছে।

যদিও নিজের স্বপক্ষে একাধিক যুক্তি সাজানোর চেষ্টা করেছিলেন ওই মহিলা। অভিযুক্তের দাবি ছিল, তাঁর স্বামী ষড়যন্ত্র করেছেন। ফোন হ্যাক করে বন্ধুদের ওই অশালীন মেসেজগুলি নিজেই পাঠিয়েছিলেন। তবে সেই যুক্তি ধোপে টেকেনি। আদালত মহিলার যুক্তি খারিজ করে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের পর পরপুরুষের সঙ্গে অশালীন চ্যাটে মগ্ন স্ত্রী!
  • আদালত বলছে, কোনও পুরুষের পক্ষেই এই ধরনের আচরণ মেনে নেওয়া সম্ভব নয়। এটা আসলে মানসিক নিষ্ঠুরতার শামিল।
  • এই যুক্তিতে স্বামীকে বিবাহবিচ্ছেদেরও অনুমতি দিল আদালত।
Advertisement