shono
Advertisement
Sikkim

টানা বৃষ্টি ও ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর সিকিম, আটকে পর্যটকদের ৫০টি গাড়ি

উদ্ধারকাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Published By: Suhrid DasPosted: 10:34 AM May 21, 2025Updated: 10:34 AM May 21, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। অবরুদ্ধ বিভিন্ন সড়ক। চুংথাং থেকে লাচেং যাওয়ার রাস্তা ধসে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ভূমিধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক বোঝাই অন্তত পঞ্চাশটি গাড়ি আটকে পড়েছে। রাতভর পর্যটকরা প্রবল বৃষ্টিতে গাড়ির মধ্যেই আটকেছিলেন বলে খবর। ওই পর্যটকদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নামানো হয়েছে বলে খবর। ধসবিধ্বস্ত এলাকায় রাস্তা সচল করার জন্যও বিপর্যয় মোকাবিলা টিম, সিকিম পুলিশ কাজ শুরু করেছে। কিন্তু প্রতিকূল আবহাওয়া থাকার জন্য কাজে প্রবল বাধা দেখা দিয়েছে বলে খবর।

Advertisement

পরিস্থিতি এতটাই খারাপ যে, সিকিম প্রশাসনের তরফে পর্যটকদের উত্তর সিকিমে না যেতে অনুরোধ করা হয়েছে। আজও উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেই সম্পর্কে এখনই পরিষ্কার কিছু বলা যাচ্ছে না বলে প্রশাসনিক সূত্রে খবর। এলাকার বাসিন্দাদেরও নিরাপদ স্থানে থাকার বার্তা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে অতিভারী বর্ষণের পাশাপাশি ছিল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট। প্রচুর সংখ্যায় বড় গাছ উপড়ে পড়েছে। একাধিক এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিম।

আটকে রয়েছে রাস্তা। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের তরফে সিকিমজুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হতে পারে জানিয়ে পর্যটকদের সতর্কও করা হয়। সেই পূর্বাভাস মতোই বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই ভূমিধস দেখা দেয়। উত্তর সিকিমের ফিদাং থেকে সঙ্কলং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ভূমিধস নেমেছে চুংথাং থেকে লাচেন পর্যন্ত রাস্তার মুন্সিথাং-এও। মোবাইল ফোনের নেটওয়ার্কও তেমনভাবে কাজ করছে না। ফলে যোগাযোগ করার ক্ষেত্রে আরও সমস্যা দেখা দিয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেই পর্যটকদের একাধিক পর্যটকদের গাড়ি যাচ্ছিল। রাস্তাতেই ধস নেমে গাড়িগুলি আটকে যায়। বুধবার সকাল পর্যন্ত পর্যটক বোঝাই ৫০টি গাড়ি আটকে পড়ার খবর এসেছে। রাতেও প্রতিকূল আবহাওয়ায় রাস্তাতেই পর্যটকদের কাটাতে হয় বলে খবর। আর কোন কোন এলাকায় পর্যটকরা আটকে আছেন? তারও খোঁজ চলছে। বুধবার শেষ পাওয়া খবরে, কাদামাটির ধস নেমে বিপজ্জনক হয়েছে সঙ্কলং হয়ে ফিদাং থেকে চুংথাং পর্যন্ত রাস্তা। উত্তর সিকিমের মঙ্গন-চুংথাং হয়ে টুং নাগা নতুন রাস্তাও অবরুদ্ধ। এছাড়াও গনন সাংডং-এ অবরুদ্ধ মঙ্গন থেকে চুংথাং হয়ে ফিডাং রোড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ এলাকা। অবরুদ্ধ বিভিন্ন সড়ক।
  • চুংথাং থেকে লাচেং যাওয়ার রাস্তা ধসে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
  • ভূমিধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক বোঝাই অন্তত পঞ্চাশটি গাড়ি আটকে পড়েছে।
Advertisement