সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশার পর উদয়। দক্ষিণ আফ্রিকা থেকে কুনো জাতীয় উদ্যানে আনা আরও এক চিতার মৃত্যু হল। মধ্যপ্রদেশের বনদপ্তরের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে।
রবিবার বন সংরক্ষণের দায়িত্বে থাকা জেএস চৌহান জানান, “উদয় নামের আরও একটি চিতা, যাকে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল, তার মৃত্যু হয়েছে। চিতাটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। তবে মৃত্যুর কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি।” জানা গিয়েছে, এদিন সকালেই জাতীয় উদ্যানের কর্মীরা লক্ষ্য করেন চিতাটি অসুস্থ। সঙ্গে সঙ্গে তাঁকে মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই বিকেল চারটে নাগাদ প্রাণ হারায় উদয়। সোমবার তার ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
[আরও পড়ুন: ইডেন নাকি চিপক? স্টেডিয়ামে হলুদ ঝড়, ব্যাট হাতে ধোনিকে দেখার স্বপ্নপূরণ দর্শকদের]
লক্ষ্য ছিল দেশে চিতার (Cheetah) সংখ্যা বৃদ্ধি। যার জন্য গত বছর নামিবিয়া থেকে এয়ারলিফ্ট করে আনা হয় ৭টি চিতাকে। আবার ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও এক ডজন চিতা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) তাদের রাখার ব্যবস্থা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে মহাসমারহে সেই কাজ হয়েছিল। সেই ১২ চিতারই অন্যতম ছিল উদয়। এর আগে মহিলা চিতা শাশার মৃত্যু হয়েছিল। দুই চিতার মৃত্যু হওয়ায় বর্তমানে কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা কমে হল ১৮।