দ্রুত ঋণমুক্তির পথে আম্বানি, ফের শেয়ার বিক্রি করতে চলেছে Reliance Jio

10:05 AM May 12, 2020 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারির আবহেও বিদেশী লগ্নিকারীদের চোখের মণি হয়ে উঠেছে Reliance Jio। ফলে এবার দ্রুত ঋণমুক্তির পথে হাঁটছেন রিলায়্যান্স ইনডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি। ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইকুইটির পর এবার Jio প্ল্যাটফর্মের শেয়ার কিনতে চলেছে নিউ ইয়র্ক স্থিত ইকুইটি সংস্থা জেনারেল আটলান্টিক।

Advertisement

[আরও পড়ুন: দাউদের সঙ্গে ষড়যন্ত্র লস্করের, ভারতে ২৬/১১-র ধাঁচে হামলার ছক পাকিস্তানের]

সূত্রের খবর, ১০ হাজার কোটি টাকার বিনিময়ে Jio Platforms Ltd-এর ২ শতাংশ শেয়ার কিনতে চলেছে জেনারেল আটলান্টিক। প্রসঙ্গত, এয়ার বিএনবি, উবর টেকনোলজিস লিমিটেডের তহবিল গড়তে মদত করেছিল এই সংস্থা। এই চুক্তি বাস্তবায়িত হলে এক মাসেরও কম সময়ে প্রায় ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে ফেলবে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ। এর ফলে মার্চ, ২০২১-এর মধ্যে ঋণমুক্ত হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবেন মুকেশ আম্বানি। এদিকে, Jio Platforms Ltd-এ লগ্নি করতে পারে সৌদি আরবের সভেরেন ওয়েলথ ফান্ড বলেও খবর। সৌদীর এই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবসার পরিমাণ ৩২০ মার্কিন ডলার বা ২৪ লক্ষ কোটি টাকা।

পেট্রোক্যামিকেলসের বাইরেও ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন এশিয়ার ধনিতম ব্যক্তি মুকেশ আম্বানি। গত কয়েক সপ্তাহে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বা ৬০ হাজার কোটি টাকার লগ্নি নিশ্চিত করে ফেলেছেন তিনি। ফলে দ্রুত ঋণমুক্ত হওয়ার যে পরিকল্পনা মুকেশ করেছেন, তা অনেকটা এগিয়ে যাবে। ভারতের উপভোক্তার বাজারে Jio”র সাফল্যের সম্ভাবনা, খুচরো পণ্য থেকে শিক্ষা, লেনদেন ব্যবসা, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে তাই উৎসাহ জোগাচ্ছে বিদেশী সংস্থাগুলিকে।

Advertising
Advertising

উল্লেখ্য, গত এপ্রিল মাসেই ৪৩,৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নেয় ফেসবুক। সংস্থাটির প্রতিষ্ঠাতা কর্ণধার মার্ক জুকারবার্গ জানান, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই Jio’র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা। তারপরই চলতি মাসের শুরু দিকে Reliance Jio-তে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়  মার্কিন সংস্থা সিলভার লেক। জিও-তে ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৭৪৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সংস্থাটি। ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিও’র রেকর্ড অর্থের চুক্তির পরই এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা পেয়েছেন মুকেশ আম্বানি। 

[আরও পড়ুন: ‘প্রয়োজন চূড়ান্ত নজরদারি’, লকডাউন তোলা নিয়ে ফের সতর্ক করল WHO]

The post দ্রুত ঋণমুক্তির পথে আম্বানি, ফের শেয়ার বিক্রি করতে চলেছে Reliance Jio appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next