shono
Advertisement
Supreme Court

আইন কার্যকরে ৬ মাসের সময়সীমা, পথ নিরাপত্তায় রাজ্যগুলিকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

পরিস্থিতির উন্নতি নির্ভর করছে নির্দেশিকা বাস্তবায়নের উপরে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
Published By: Kishore GhoshPosted: 02:51 PM Oct 07, 2025Updated: 03:29 PM Oct 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে প্রতি তিন মিনিটে গড়ে এক জন পথ দুর্ঘটনার বলি হয়! ২০২৩ সালে দেশে মোট ৪ লক্ষ ৮০ হাজার ৫৮৩টি পথ দুর্ঘটনা ঘটেছে। ক'দিন আগে প্রকাশ্যে এসেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের ভয়াবহ রিপোর্ট। এই পরিস্থিতিতে পথ নিরাপত্তা আইনের যাবতীয় নির্দেশিকা কার্যকর করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছয় মাসের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মোটর ভেহিকেলস অ্যাক্টের অধীনে ওই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে। বিচারপতিদের পর্যবেক্ষণ, যাবতীয় বিষয় নির্ভর করে নির্দেশিকার বাস্তবায়নের উপরে।

Advertisement

মঙ্গলবার শীর্ষ আদালত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে যে জাতীয় সড়ক ছাড়া বাকি রাস্তাগুলির নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের মান উন্নত করতে হবে। এদিন বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও নির্দেশ দেয়, সড়কগুলিতে জনসাধারণ এবং যানবাহনের সুরক্ষা নিয়ন্ত্রণে যাবতীয় ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে বিস্তারিত আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছয় মাসের মধ্যে মোটরযান আইন, ১৯৮৮-র ১২৮(১)(এ) এবং ২১০(বি) ধারার অধীনে যাবতীয় নিয়ম প্রণয়ন করতে হবে। যাতে করে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়। আলাদা করে ফুটপাথে পথচারীদের নিরাপত্তা, সিগনাল এবং ক্রসিং সম্পর্কিত নির্দেশিকাও জারি করা হয়েছে। সব শেষে বিচারপতি পারদিওয়ালা বলেন, সব কিছুই নির্ভর করছে বাস্তবে আইন প্রণয়নের উপরে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement