বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যে রাজ্যে বিদেশ থেকে আসা পড়ুয়ার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য উঠে আসে কেন্দ্রের রিপোর্ট থেকেই।
সদ্যই নীতি আয়োগের পক্ষ থেকে ভারতে বিদেশ থেকে আসা পড়ুয়া সংক্রান্ত একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে ২০১২-’১৩ সাল থেকে ২০২১-’২২ সাল পর্যন্ত এই দশ বছরে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক পড়ুয়া নাম নথিভুক্ত করেছে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে উল্লিখিত দশ বছরে বাংলাতে বিদেশি পড়ুয়ার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি বলেই দেখা গিয়েছে।
বিশ্বের যে সেমস্ত দেশ থেকে বিদেশি পড়ুয়ারা ভারতে এসেছেন তাতে ২০১২-’১৩ সালে নেপাল, ভুটান ও আফগানিস্তান তিন দেশ প্রথম সারিতে থাকলেও ২০২১-২০২২ সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে এই ক্রমতালিকায় প্রথমে নেপাল, আফগানিস্তানের পর তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা রয়েছে। নেপাল, ভুটান, আফগানিস্তান, বাংলাদেশের মতো পড়শি দেশগুলি থেকে তো বটেই পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, জিম্বাবোয়ে, নাইজিরিয়া, তানজানিয়া, সুদানের মতো দেশ থেকেও বহু পড়ুয়াই ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
যে দশ বছরের সমীক্ষা করা হয়েছে তাতে দেখা গিয়েছে বিদেশি পড়ুয়াদের কাছে সবথেকে আকর্ষণীয় হয়ে উঠেছে পাঞ্জাব। সেখানে দশ বছরে বিদেশি পড়ুয়ার সংখ্যা তিনশো শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওড়িশা ও হরিয়ানার মতো রাজ্যেও বিদেশি পড়ুয়াদের কাছে নতুন আকর্ষণীয় স্থান হিসাবে উঠে এসেছে।
