সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাজি কারখানায় বিস্ফোরণ এবং মৃত্যু! এবার ঘটনাস্থল তামিলনাড়ু। সেখানে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়ে আশঙ্কাজনক অবস্থা আর পাঁচ জনের। পুলিশের ধারণা মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্ফোরণের পরেই পলাতক হন কারখানার মালিক। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। মৃতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বিস্ফোরণটি ঘটেছে তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় সাত্তুরের কাছে কিলা থাইলাপট্টি গ্রামে। বিরাট বাজি কারখানায় পঞ্চাশটির বেশি ঘর ছিল। সকালে নির্দিষ্ট সময়ে শ্রমিকরা কাজ শুরু করেন। আচমকা একটি ঘরে আগুন লেগে যায়। শুরু হয় বিস্ফোরণ। এর জেরে পর পর দশটি ঘরে দাউদাউ করে জ্বলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫০ ফুট উঁচুতে ওঠে আগুনের শিখা। শুরুতে স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া দমকলে। শেষ পর্যন্ত দমকল কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলার শিবকাশীতে ঘরে ঘরে রয়েছে বাজি কারখানা। কয়েক দিন আগেই সেখানেই চিন্নাকামানপট্টিতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছিল। গত বছরও শিবকাশীতে একটি বিস্ফোরণ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। একের পর এক দুর্ঘটনার পরে শিবকাশীতে তদন্তে যায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। ওই তদন্তকারী দলটি বেশ কিছু অনিয়মের কথা জানিয়েছিল। প্রশ্ন হল, আদৌ সেই অনিয়মে কি লাগাম দেওয়া গিয়েছে?
