shono
Advertisement
Ajit Pawar

মহারাষ্ট্রের অন্যতম ধনী নেতা, পরিবারের জন্য কত কোটির সম্পত্তি রেখে গেলেন অজিত?

২০২৪ সালের বিধানসভা নির্বাচনে নিজের সম্পত্তির বিশদ তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছিলেন অজিত পওয়ার। সেই রিপোর্ট অনুযায়ী, অজিতের মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা।
Published By: Amit Kumar DasPosted: 02:37 PM Jan 28, 2026Updated: 04:44 PM Jan 28, 2026

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বুধবার সকালে প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর এই ভয়াবহ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশে। এরই মাঝে চর্চায় উঠে এসেছে তাঁর বিপুল সম্পত্তি। জানা যাচ্ছে, অজিতের স্থাবর অস্থাবর মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকারও বেশি। ঋণও রয়েছে প্রায় ২১ কোটি টাকার। সবমিলিয়ে রাজার ঐশ্বর্য রেখে প্রয়াত হলেন অজিত।

Advertisement

২০২৪ সালের বিধানসভা নির্বাচনে নিজের সম্পত্তির বিশদ তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছিলেন অজিত পওয়ার। সেই রিপোর্ট অনুযায়ী, অজিতের মোট সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা। সেই সময় অজিতের পরিবারের হাতে নগদ ছিল ১৪.১২ লক্ষ টাকা। আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬.৮১ কোটি। এছাড়া একাধিক বন্ড ও শেয়ার মিলিয়ে তাঁর বিনিয়োগ ছিল ৫৫ লক্ষ টাকার, অজিতের নামে ১ কোটি টাকার ও তাঁর স্ত্রীর নামে ৪৪ লক্ষ টাকার এলআইসি ছিল। এছাড়া ৩টি ট্রলার ও একাধিক গাড়ির মোট দাম ছিল ৮৬ লক্ষ টাকা।

অজিত ও তাঁর স্ত্রীর সোনা ও রুপার গয়নাও ছিল প্রচুর। রয়েছে ২১.৫০ কেজির এক রুপোর মূর্তি, ২০ কেজির বেশির রুপার সামগ্রী, ৩৫ লক্ষ টাকার বেশি মূল্যের রুপোর বাসন, এক কেজির বেশি সোনা ও ২৮ ক্যারেট হিরে। যার মিলিত দাম ১০ কোটি টাকারও বেশি। বলার অপেক্ষা রাখে না, গত ২ বছরে এই দাম।

এতো গেল অস্থাবর সম্পত্তি। অজিত ও তাঁর পরিবারের স্থাবর সম্পত্তিও প্রচুর। রিপোর্ট অনুযায়ী, তাঁর নামে থাকা কৃষিজ ও অন্যান্য জমির মোট মূল্য ৫০ কোটি টাকা। অজিত ও তাঁর স্ত্রীর অফিস ও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত বিল্ডিংয়ের মূল্য ১১ কোটি টাকা। বসবাসের জন্য বাড়ির মূল্য ৩৫ কোটি টাকা। ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, গত ৫ বছরে অজিতের সম্পত্তির পরিমাণ ব্যাপক বেড়েছে। ২০১৯ সালের তুলনায় ১০ কোটি টাকার সম্পত্তি বেড়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement