কিংশুক প্রামাণিক: একুশের লড়াইয়ে বিপুল সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জয়রথকে থামিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। সেই একুশের বিধানসভার ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জাতীয়স্তরে বিজেপিবিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। শহিদ দিবস তথা ২১ জুলাইয়ে তৃণমূলনেত্রীর বার্তা সেই জোটকে আরও মজবুত করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধারে তৃণমূল নেত্রীর বার্তা শুনতে দিল্লির মঞ্চে হাজির ছিলেন একাধিক বিরোধী নেতা। তো অন্যদিকে শহিদ দিবসের মঞ্চ থেকে তাঁদের উদ্দেশে ‘ইউনাইটেড ইন্ডিয়ার’ ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রীর বার্তা শোনাতে দিল্লির কনস্টিটিউশন হলে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। সেই হলে এদিন অভিনব বিরোধী জোটের সাক্ষী রইল গোটা দেশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং, এনএসপি প্রধান শরদ পওয়ার, নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদি পার্টি নেত্রী জয়া বচ্চন। উপস্থিত ছিলেন রামগোপাল যাদব, ত্রিরুচি শিবা, কেশব রাও (টিআরএস), সঞ্জয় সিং, মনোজ ঝাঁ, প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিব সেনা), বলবিন্দর সিং ভাণ্ডারি (অকালি দল)। রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের সলতে এদিন পাকিয়ে ফেলল তৃণমূল।