shono
Advertisement

21 July: দিল্লিতে বিরোধী ঐক্যের ছবি, মঞ্চ থেকে ‘ইউনাইটেড ইন্ডিয়া’র ডাক মমতার

২১ জুলাই বিরোধী জোটকে আরও মজবুত করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
Posted: 02:43 PM Jul 21, 2021Updated: 07:06 PM Jul 21, 2021

কিংশুক প্রামাণিক: একুশের লড়াইয়ে বিপুল সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জয়রথকে থামিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। সেই একুশের বিধানসভার ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জাতীয়স্তরে বিজেপিবিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। শহিদ দিবস তথা ২১ জুলাইয়ে তৃণমূলনেত্রীর বার্তা সেই জোটকে আরও মজবুত করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। একাধারে তৃণমূল নেত্রীর বার্তা শুনতে দিল্লির মঞ্চে হাজির ছিলেন একাধিক বিরোধী নেতা। তো অন্যদিকে শহিদ দিবসের মঞ্চ থেকে তাঁদের উদ্দেশে ‘ইউনাইটেড ইন্ডিয়ার’ ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

তৃণমূল নেত্রীর বার্তা শোনাতে দিল্লির কনস্টিটিউশন হলে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। সেই হলে এদিন অভিনব বিরোধী জোটের সাক্ষী রইল গোটা দেশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং, এনএসপি প্রধান শরদ পওয়ার, নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদি পার্টি নেত্রী জয়া বচ্চন। উপস্থিত ছিলেন রামগোপাল যাদব,  ত্রিরুচি শিবা, কেশব রাও (টিআরএস), সঞ্জয় সিং, মনোজ ঝাঁ, প্রিয়ঙ্কা চতুর্বেদী (শিব সেনা), বলবিন্দর সিং ভাণ্ডারি (অকালি দল)। রাজনৈতিক মহল  বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের সলতে এদিন পাকিয়ে ফেলল তৃণমূল। 

[আরও পড়ুন: থেঁতলে গিয়েছে মাথা, পাশে পড়ে রক্তমাখা পাথর, কলকাতায় ফিরল Stoneman আতঙ্ক?]

 

শহিদ দিবসের ভারচুয়াল অনুষ্ঠান থেকে অবিজেপি নেতাদের তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলা দেখিয়েছে। সব রাজ্যকে বলছি, যান নিজেদের দলকে বোঝান। সবাই মিলে ফ্রন্ট বানান। রোগী মৃত্যুর পর ডাক্তার এলে কোনও লাভ হয় না। এখন আর সময় নেই। আমি দিল্লি যাচ্ছি। ২৬, ২৭, ২৮ এর মধ্যে কোনও মিটিং ডাকতে পারলে ডাকুন। সবাইকে মিলিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া করতে চাই।” এমনকী, জাতীয়স্তরে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, “উন্নততর তৃণমূল গড়তে হবে। তবেই উন্নততর দেশ গড়তে পারব।” তৃণমূল নেত্রীর কথায়, “নির্বাচনের আগে আড়াই বছর এখনও বাকি।ভোটের আগে জোট বেঁধে লাভ হবে না। আমাদের এখন থেকেই জোট বাঁধতে হবে। ভারতবাসীকে আলো দেখাতে হবে।” তাঁর বার্তা শোনার পর রাজনৈতিক মহল বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোট তৈরির সলতে এদিন পাকিয়ে ফেললেন তৃণমূলনেত্রী। 

[আরও পড়ুন: ২০২৪ পর্যন্ত Congress সভানেত্রী সোনিয়াই? বড় পদ পেতে পারেন পাইলট-আজাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement