সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে বড় কোনও পদক্ষেপের পথে ভারত? নয়াদিল্লির গতিবিধি অন্তত তেমনটাই বলছে। সোমবারের পর মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক। ৭ নম্বর লোককল্যাণ মার্গের জরুরি বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবারের জরুরি বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। সোমবারও এই একই ধরনের বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে।
পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দেশে? আগামী দিনের রণকৌশল স্থির করতে বুধবারও হাই প্রোফাইল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকেও থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান প্রমুখ। জানা গিয়েছে, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসবে। এরপর নিরাপত্তা সংক্রান্ত কমিটি এবং রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি প্রধানমন্ত্রী নেতৃত্বে বৈঠক করবে। পহেলগাঁও পরবর্তী উত্তেজক আবহাওয়ায় এই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহানের পাশাপাশি পর্যটনমন্ত্রী নীতীন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও থাকতে পারেন। এই বৈঠকে শেষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে।
অর্থাৎ বুধবার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হত চলেছে দিল্লিতে। তার ঠিক আগে আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মঙ্গলবারের হাই প্রোফাইল বৈঠক ভারতের বড়সড় কোনও পদক্ষেপের জল্পনা বাড়াচ্ছে। তাহলে কি সেনাকে প্রস্তুত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? নাকি সেনাকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠকে তিন সেনার অবস্থান জেনে নিলেন প্রধানমন্ত্রী? বুধবারের বৈঠকগুলির পরই বড় ঘোষণা করবেন তিনি? কাশ্মীরের বাতাসে কিন্তু ইতিমধ্যেই বারুদের গন্ধ পাওয়া শুরু করেছেন স্থানীয়রা।
