সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জন যাত্রীর। তার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শুক্রবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশপাশি, বিজয়ের মৃত্যুতে শোকপ্রকাশও করেছেন তিনি।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না বিজয়ভাই আমাদের মধ্যে আর নেই। তাঁর সঙ্গে আমার অনেকদিনের পরিচয়। আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বহু কাজ করেছি। বিজয়ভাই নম্র এবং পরিশ্রমী ছিলেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি নিষ্ঠার সাঙ্গে দায়িত্ব পালন করেছেন।’
প্রসঙ্গত, বিজয়ের জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মায়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে ভারতীয় রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর আরএসএস এবং জনসংঘে যোগদান। এমার্জেন্সির সময়ে ১১ মাস জেলেও থাকতে হয়েছে। ছাড়া পাওয়ার পর আরএসএসের প্রচারকের দায়িত্ব পান। ধীরে ধীরে রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। ২০১৬ সালের ৭ আগস্ট গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজয়। ২০২১ সালে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন ভুপেন্দ্রভাই প্যাটেল।
