সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন না নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর আসনে বসবেন, ততদিন পা কোনও জুতো গলাবেন না। ১৪ বছর আগে এমনই প্রতিজ্ঞা করেছিলেন। অক্ষরে অক্ষরে পালন করেছেন সেই প্রতিজ্ঞা। এখনও পর্যন্ত খালি পায়েই ঘুরছেন। কিন্তু আজ সেই ব্যক্তি সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার। ভক্তের এমন ভালোবাসায় আপ্লুত নমোও। ওই ব্যক্তিকে নিজে হাতে জুতো পরিয়ে দিলেন তিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রামপাল কাশ্যপ। তিনি হরিয়ানার কাইথালের বাসিন্দা। আজ সোমবার হরিয়ানার যমুনা নগরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। তখন তিনি জানতে পারেন রামপালের কথা। আলাদা করে দেখা করেন। তখনই রামপালকে একজোড়া জুতো উপহার দেন মোদি। ভবিষ্যতে তিনি যাতে আর এই ধরনের প্রতিজ্ঞা না করেন এনিয়ে ধমকও দেন।
এনিয়ে, এক্স হ্যান্ডেলে রামপালের সঙ্গে ছবি দিয়ে মোদি লেখেন, 'আজ তোমাকে জুতো পরিয়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে আর কখনও এই রকম প্রতিজ্ঞা করবে না। তোমার সামাজিক কাজ করা উচিত। কেন তুমি এমন কাজ করলে? নিজেকে কেন কষ্ট দিচ্ছো? এই ব্যক্তি এতদিন জুতো পরেননি। ২০১৪ সালে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। আমি প্রধানমন্ত্রী হয়েছি আর আজকে আমার সঙ্গে দেখা করার পরই উনি জুতো পরেছেন।' কিন্তু এই ভালোবাসা পেয়ে আপ্লুত মোদি। তিনি এও লেখেন, 'এই ভালোবাসাই কাজে উদ্যম নিয়ে আসে। এই ভালোবাসাই আমার কাজ করার শক্তি।' প্রসঙ্গত, ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। এরপর ২০১৪তেই প্রথমবার প্রধানমন্ত্রীর কুরশি দখল করেন তিনি।