shono
Advertisement
PM Modi

প্রধান বিচারপতির বাড়িতে গণেশ পুজোয় প্রধানমন্ত্রী, একসঙ্গে আরতিতে মোদি-চন্দ্রচূড়

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সস্ত্রীক হাজির ছিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
Published By: Subhajit MandalPosted: 10:49 PM Sep 11, 2024Updated: 10:56 PM Sep 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান বিচারপতির বাড়িতে হাজির প্রধানমন্ত্রী। খানিক অপ্রত্যাশিত ঘটনাক্রমের সাক্ষী থাকল নয়াদিল্লি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

ব্রুনেই ও সিঙ্গাপুর সফর থেকে দিনকয়েক আগেই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দেশে ফিরে সেভাবে কোনও কর্মসূচি ছিল না তাঁর। বুধবার সন্ধেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) বাড়িতে হাজির হন নমো। এদিন বিকেলে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোতে যান প্রধানমন্ত্রী মোদি। আসলে ডি ওয়াই চন্দ্রচূড় মহারাষ্ট্রের আদি বাসিন্দা। প্রতিবছরই বাড়িতে ১০ দিনের গণেশ উৎসব পালন করেন তিনি। এবার অতিথি হিসাবে পেলেন খোদ প্রধানমন্ত্রীকে।

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড়। তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তাঁর স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায়। যদিও এর পর বেশিক্ষণ প্রধান বিচারপতির বাড়িতে থাকেননি মোদি। সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান বলেই খবর।

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]

সম্প্রতি একাধিক রায়ে মোদি সরকারের নীতির সমালোচনা করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতেও গিয়েছেন তিনি। তবে সেসব পেশাগত সংঘাত যে তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি, সেটা বোঝা গেল এদিনের এই সৌজন্য সাক্ষাতে। বিরল এক দৃশ্যের সাক্ষী হল রাজধানী দিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের প্রধান বিচারপতির বাড়িতে হাজির প্রধানমন্ত্রী।
  • খানিক অপ্রত্যাশিত ঘটনাক্রমের সাক্ষী থাকল নয়াদিল্লি।
  • প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement