সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মন কি বাত' অনুষ্ঠান থেকে এক নয়া লড়াইয়ের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর স্বার্থে সেই লড়াইয়ে ১০ যোদ্ধার তালিকাও তৈরি করে দিয়েছেন। সেখানেই দেখা গেল বড় চমক। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এই ১০ যোদ্ধার সৈন্য শিবিরে জায়গা পেলেন খোদ 'ইন্ডিয়া' জোটের মুখ্যমন্ত্রী! রাজনৈতিক মতাদর্শে সাপে-নেউলে দুই নেতার এমন হাতে হাত ধরার ঘটনা বেনজির বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিষয়টা খোলসা করা যাক। গত রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানে দেশে বাড়তে থাকা স্থুলতার বিরুদ্ধে সচেতনতার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর জন্য খাবারে কম তেল ব্যবহারের আর্জি জানান। বলেন, খাবারে কম তেল ব্যবহার শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, পরিবারের প্রতি দায়িত্বও। স্থুলতার কারণে উচ্চ রক্তচাপ, মধুমেহ, হার্টের সমস্যা-সহ একাধিক রোগ হয়। এর জন্য খাদ্যাভাসে ছোট ছোট পরিবর্তন আনার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নিতান্ত খেলার ছলে এই বিরাট লক্ষ্য সাধারণ সম্ভব। ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এই সহজ অথচ বিরাট লক্ষ্য পার করতে আমি ১০ জনকে বেছে নেব ও তাঁদের চ্যালেঞ্জ দেব তাঁরা কী খাবারে তেলের পরিমাণ ১০ শতাংশ কমাতে পারবেন? এবং তাদের কাছে অনুরোধ জানাব তাঁরা যেন আরও ১০ জনকে এই চ্যালেঞ্জ দেন। এভাবেই খেলার ছলে স্থুলতার বিরুদ্ধে লড়াই জারি থাকবে।
মন কি বাতে প্রধানমন্ত্রীর সেই বার্তার পর সোমবার এক্স হ্যান্ডেলে বার্তা দেন প্রধানমন্ত্রী। যেখানে স্থুলতার বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা ১০ জনকে বেছে নেন তিনি। এই ১০ জন হলেন, শিল্পপতি আনন্দ মহিন্দ্রা, গায়ক তথা অভিনেতা নিরহুয়া, অলিম্পিক জয়ী মনু ভাকর, মীরাবাই চানু, মোহনলাল, নন্দন নিলেকনি, আর মাধবন, শ্রেয়া ঘোষাল, সাংসদ সুধা মূর্তি। তবে এই তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম ইন্ডিয়া জোটের সদস্য ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে নরেন্দ্র মোদির সম্পূর্ণ বিপরীত মেরুতে তাঁর অবস্থান হলেও প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেন ওমর। এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, 'স্থুলতার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর এই অভিযানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।' পাশাপাশি, প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে তা আরও ১০ জনকে ফিরিয়ে দেবেন বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন ওমর আবদুল্লা।