সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলার আবহে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয়ের ৮০ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে আগামী ৯ মে মস্কোয় 'ভিক্ট্রি ডে' সেলিব্রেশনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সূত্রের খবর, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়া সফর বাতিল করেছেন তিনি। গত সপ্তাহে পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় দ্বিতীয়বার আজ বুধবার বৈঠকে বসেছেন মোদি। ফলে ক্রমেই জোরাল হচ্ছে জল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত কি আসন্ন? যার জেরেই বাতিল হয়ে গেল এই সফর!
রয়টার্স সূত্রে খবর, আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার 'ভিক্ট্রি ডে সেলিব্রেশনে' যোগ দিচ্ছেন না। আগামী ৯ মে তাঁর মস্কোয় আসার কথা ছিল। যদি কেন এই সফর বাতিল হয়েছে তার আসল কারণ খোলসা করেননি পেসকোভ। কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, পহেলগাঁওয়ে হামলার পর দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সময় 'বন্ধু' ভ্লাদিমির পুতিনের দেশে যাচ্ছেন না নমো। এদিকে, ভারতের তরফে এখনও এই সফর নিয়ে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, মোদির হয়ে 'ভিক্ট্রি ডে'র প্যারেডে যোগ দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
চলতি এপ্রিল মাসের শুরুতেই বিদেশমন্ত্রক জানিয়েছিল, ঐতিহাসিক 'ভিক্ট্রি ডে'তে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। ৯ তারিখ তিনি মস্কোয় যাবেন। কিন্তু তার আগেই গত ২২ এপ্রিল নারকীয় হত্যাকাণ্ড ঘটে যায় পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে। বেছে বেছে হিন্দু পরিচয় জেনে পর্যটকদের হত্যা করে সেনার পোশাকে আসা জঙ্গি। ২৫ পর্যটক ও এক স্থানীয় যুবক মিলিয়ে মতো ২৬ জন প্রাণ হারান। সব মিলিয়ে প্রাণ হারান ২৬ জন। এই হামলায় পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার হাত দেখছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। বাতিল করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি।
এখন প্রশ্ন, পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? আগামী দিনের রণকৌশল স্থির করতে বুধবারও হাই প্রোফাইল বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকেও থাকতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান প্রমুখ। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসে। এরপর নিরাপত্তা সংক্রান্ত কমিটি এবং রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক করে। পহেলগাঁও পরবর্তী উত্তেজক আবহাওয়ায় এই বৈঠকে পর্যটনমন্ত্রী নীতীন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও থাকার খবর শোনা যাচ্ছে। এই বৈঠকে শেষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসেন মোদি। এই দীর্ঘ আলোচনার পর কোন সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
