সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে দেশে লকডাউন চলছে। তার মধ্যেই মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জল্পনা ছিলই। সেটাই সত্যি করে চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে দেশবাসীর উদ্দেশে জানালেন, করোনা পরবর্তী দুনিয়ায় ভারতই হবে শ্রেষ্ঠ দেশ। এবং সেজন্য আত্মনির্ভর দেশ গড়া অত্যন্ত আবশ্যিক। তাই করোনা মোকাবিলায় আত্মনির্ভর দেশ গড়তে বিরাট আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন মোদি। জানালেন, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আগামিদিনে ভারতকে আত্মনির্ভর হতে বিপুল সহায়তা করবে।
‘আত্মনির্ভর ভারত অভিযান’, এই নামই দিয়েছেন তিনি এই পদক্ষেপকে। তিনি বলেছেন, ‘এই ২০ লক্ষ কোটি টাকা ভারতের আর্থিক বৃদ্ধির ২০ শতাংশ। ১৩০ কোটি দেশবাসীকে করোনা ভাইরাসের জেরে সম্মুখীন হতে হয়েছে বিরাট ক্ষতির। এই সময় আত্মনির্ভর হয়ে উঠতে হবে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে ভারত কী। তাই এই আত্মনির্ভর ভারত অভিযান শুরু হবে।’ ভাষণের শুরুতে তিনি বলেন, ‘যখন করোনা পরিস্থিতি শুরু হয় তখন ভারতে একটিও পিপিই কিট বা N-95 মাস্ক তৈরি হত না। কিন্তু এখন দৈনন্দিন ২ লক্ষ পিপিই কিট এবং ২ লক্ষ N-95 মাস্ক দেশে তৈরি হচ্ছে। এর মানে দেশ এখন আত্মনির্ভর হয়ে উঠেছে।’
[আরও পড়ুন: আন্তর্জাতিক নার্স দিবসে সেবিকাদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর]
লকডাউন নিয়ে তিনি বলেছেন, ‘প্রথম দফায় যা যা পদক্ষেপ করা হয়েছিল তা দ্বিতীয় দফায় করতে হয়নি, সেরকমই চতুর্থ দফার লকডাউন সম্পূর্ণ আলাদা হবে। এটা ঠিক যে করোনা দীর্ঘদিন আমাদের মধ্যে থাকবে। তাই এর মধ্যেই আত্মনির্ভর হয়ে উঠতে হবে। এটা এমন এক সংকট যেখানে বড় বড় অর্থনীতির ভিতও নড়ে গিয়েছে। এই সংস্কার অর্থনীতিকে আরও মজবুত করবে। এই সংস্কার কর ব্যবস্থা, কৃষিকাজ-সহ সমস্ত ক্ষেত্রের জন্য। গত ৬ বছরে যে সব সংস্কার হয়েছে, তার জন্য এই সংকটের সময়ে ভারত অধিকতর শক্তিশালী। এই আর্থিক প্যাকেজ ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য। এই আর্থিক প্যাকেজ দেশের গরিব সাধারণ মানুষের জন্য।’
[আরও পড়ুন: ভোটগণনায় কারচুপির জের, রাজ্যের আইনমন্ত্রীর বিধায়কপদ বাতিল গুজরাট হাই কোর্টে]
The post লকডাউন বাড়ছেই, বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করে ইঙ্গিত প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
