সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের এই ফ্রেম সোশাল মিডিয়ায় #Melodi নামে ছেয়ে গিয়েছে। যা নজর এড়ায়নি দুই রাষ্ট্রনেতারই। নমোর সঙ্গে সেলফি তুলে মেলোনি নিজেই একবার বলেছিলেন, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। এবার ভাইরাল এই মিম নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন মোদি?
শুক্রবার প্রথমবার পডকাস্টে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে। জিরোদা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে দেশের রাজনীতি থেকে কূটনীতি নানা বিষয়ে আলোচনা করেন নমো। তখনই উঠে আসে #Melodi প্রসঙ্গ। নিখিল জিজ্ঞাসা করেন, গত দুবছর ধরে 'মেলোডি' মিম সোশাল মিডিয়ায় ভাইরাল। আপনি কি এগুলো দেখেছেন বা কোনওদিন এনিয়ে কিছু শেয়ার করেছেন? মিষ্টি হেসে মোদির উত্তর, "এই সব তো চলতেই থাকে।" তবে মিম কিংবা অনলাইন আলোচনাকে যে অতোটা গুরুত্ব দেন না একথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
পিৎজা বললেই প্রথমে ইটালির নামই আমাদের মাথায় আসে। সেই দেশেরই প্রধানমন্ত্রী মেলোনি। সাক্ষাৎকারের সময় নিখিল বলেন, "আমার প্রিয় খাবার পিৎজা। যার উৎপত্তি ইটালিতে। অনেকেই প্রায়ই বলেন যে আপনি ইটালি সম্পর্কে অনেক কিছু জানেন। আপনি কি এই প্রসঙ্গে কিছু বলতে চান?" ফের হেসে মোদির জবাব, "আমি তেমন খাদ্যরসিক নই। তবে আমি যে দেশেই যাই, আনন্দ করে সেখানকার খাবার উপভোগ করি।" নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, "মেনু কার্ড দিলে আমি ঘাবড়ে যাই। মেনু দেখে ঠিকই করতে পারি না কী খাব।"
উল্লেখ্য, ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলন। এই সামিটে যোগ দিতে ভারতে এসেছিলেন মেলোনি। এরপর সেই বছরের ডিসেম্বর মাসে দুবাইতে এক সম্মেলনে সাক্ষাৎ হয়েছিল মোদি-মেলোনির। তখনই সেলফি তুলেছিলেন তাঁরা। সেই থেকেই সোশাল মিডিয়ায় ছেয়ে যায় #Melodi। এছাড়া গত বছরের জুনে জি-৭ সামিটে যোগ দিতে ইটালিতে যান নমো। সেখানেও একফ্রেমে দেখা যায়‘মেলোডি’কে। এগজানিয়া শহরে অনুষ্ঠিত সম্মেলনে মোদিকে ভারতীয় অবতারে ‘নমস্তে’ করে স্বাগত জানান ইটালির প্রধানমন্ত্রী। দেশে ফেরার আগে মোদি সেলফি তোলেন ‘বন্ধু’ মেলোনির সঙ্গে। হাসিমুখে ভিডিওতে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। যা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে লেখেন, ‘হাই ফ্রেন্ডস, ফ্রম #মেলোডি’। ফের একবার নেট দুনিয়ায় হিট হয় দুই রাষ্ট্রনেতার সেলফিযাপন।
