shono
Advertisement
PM Narendra Modi

'৩,২৫০ কোটিরও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন', বঙ্গ সফরের আগে বাংলায় পোস্ট মোদির

দু'দিনের বঙ্গ সফরের খুঁটিনাটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, 'আমি অত্যন্ত আনন্দিত।'
Published By: Sucheta SenguptaPosted: 10:58 PM Jan 16, 2026Updated: 11:10 PM Jan 16, 2026

বিধানসভা ভোটের আগে বাংলার 'উন্নয়ন' প্রকল্পে মনোযোগী কেন্দ্র। ভোটমুখী বাংলায় তাই একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন, শিলান্যাসের কর্মসূচি নিয়ে দু'দিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনি ও রবিবার দুই জায়গায় তাঁর কর্মসূচি রয়েছে। শনিবার মালদহ এবং রবিবার হুগলির সিঙ্গুরে জনসভা করবেন। তার ঠিক আগে, শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডলে আসন্ন বঙ্গ সফর নিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

উল্লেখযোগ্য, দুটি পোস্টেই তিনি বাংলায় লিখেছেন। তাতে প্রকল্প উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন। ফের আবেদন জানিয়েছেন বিজেপিকে জিতিয়ে সরকার প্রতিষ্ঠার। তাঁর এসব পোস্ট দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, বাংলা দখল করতে মরিয়া প্রচেষ্টা নরেন্দ্র মোদি সরকারের।

এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী বাংলার রেল যোগাযোগ ব্যবস্থা উন্নতির কথা জানিয়েছেন। লিখেছেন, 'পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামীকালের অনুষ্ঠানে বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির শিলান্যাস করা হবে। পাশাপাশি, ৪টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে।' সবমিলিয়ে ৩২৫০ কোটি টাকার বেশি প্রকল্পের সূচনা করবেন তিনি।

আরেকটি পোস্টে রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদির বক্তব্য, 'আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।'

আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায়…

— Narendra Modi (@narendramodi) January 16, 2026

এই পোস্টেই তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের। অনেকেরই মত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন প্রকল্পের কাছে কোনও কাজই যথেষ্ট নয়। তাই উন্নয়নের প্রশ্নে তৃণমূল সরকারকে উৎখাত করা তো দূর অস্ত, বিজেপি সেই চেষ্টা করলে নিজেরাই পিছু হঠতে বাধ্য হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement