shono
Advertisement
Union Budget

নতুন সুযোগ, নতুন উৎসাহের বাজেট: মোদি

এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে, আশাবাদী প্রধানমন্ত্রী।
Published By: Paramita PaulPosted: 02:33 PM Jul 23, 2024Updated: 02:51 PM Jul 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় এনডিএ সরকারের বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, "এটা নতুন সুযোগ, নতুন উৎসাহের বাজেট। দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।" এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।

Advertisement

প্রতিবারের মতো এবারও বাজেট (Union Budget 2024) পেশের পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। একইসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মোদি জানিয়ে দেন, "এই বাজেট মধ্যবিত্তকে আরও শক্তিশালী করবে। গরিবের রোজগার বাড়বে।" তাঁর দাবি, এই বাজেট সকলকে সুযোগ দেওয়ার বাজেট। মোদির কথায়, "এই তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার বাজেট।"

 

[আরও পড়ুন: সেনাপ্রধানের সফর শেষে রক্তাক্ত ভূস্বর্গ, পরপর দুদিন সেনাকে লক্ষ্য করে জঙ্গি হামলা]

বিরোধীরা বার বার অভিযোগ করেছে, মোদি জমানায় দেশজুড়ে বেকারত্ব বেড়েছে। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটে বিজেপির ধাক্কা খাওয়ার অন্যতম কারণ এই বেকারত্ব। এমন পরিস্থিতিতে কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ ছিল এবার বাজেটে কর্মসংস্থানের দিশা দেখানো। সেই মতো ৪ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ প্রসঙ্গে এদিন মোদি বলেন, "নতুন কর্মসংস্থানের সুযোগ দিয়েছে বাজেট। এটা আত্মনির্ভরতার বাজেট।" 

[আরও পড়ুন: জম্মুতে ঘাঁটি গেড়েছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ৪০ পাক জঙ্গি! সতর্ক সেনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় এনডিএ সরকারের বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
  • তাঁর কথায়, "এটা নতুন সুযোগ, নতুন উৎসাহের বাজেট। দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।"
  • এই বাজেট দেশের সর্বস্তরের মানুষকে শক্তিশালী করবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।
Advertisement