সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হাসপাতালের ভিতরে ঢুকে মহিলা চিকিৎসকের উপর হামলা। এবার পাটনায় রোগী সেজে চেম্বারে ঢুকে চিকিৎসককে খুনের অভিযোগ উঠল। শনিবার বিকেলের এই হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ।

ঘটনাটি পাটনার আগম কুয়ান এলাকার একটি হাসপাতালের। সেখানে নিজের চেম্বারেই খুন হয়েছেন মহিলা চিকিৎসক সুরভী রাজ। তিনি ওই হাসপাতালের অন্যতম কর্তার স্ত্রী। বিকেলের দিকে পাঁচ-ছজন ব্যক্তি রোগী সেজে সুরভীর চেম্বারের ভিতরে ঢোকেন। চিকিৎসক কিছু বোঝার আগেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়েন তাঁরা। রক্তাক্ত হয়েছে মেঝেতে লুটিয়ে পড়েন সুরভী। মৃত্যু নিশ্চিত করে হাসপাতাল ছেড়ে পালায় দুষ্কৃতীরা।
পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক সুরভীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে ছয়টি বুলেট উদ্ধার হয়েছে। দেহ ময়ানতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেন মহিলা চিকিৎসককে হত্যা করা হল। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।