shono
Advertisement
Droupadi Murmu

ইউরোপের সঙ্গে আরও সুদৃঢ় 'বন্ধন', তিন দশক পর পর্তুগাল-স্লোভাকিয়া সফরে ভারতের রাষ্ট্রপতি

Published By: Sucheta SenguptaPosted: 10:51 PM Apr 04, 2025Updated: 11:23 PM Apr 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের খরা কাটতে চলেছে। প্রায় ২৭ বছর পর ইউরোপের দুই দেশ সফরে যাচ্ছেন ভারতের কোনও রাষ্ট্রপতি। চারদিনের সফরসূচিতে দু'দিন করে পর্তুগাল ও স্লোভাকিয়া যাওয়ার কথা দ্রৌপদী মুর্মুর। আগামী ৭ ও ৮ এপ্রিল পর্তুগাল থাকবেন মুর্মু। পরবর্তী দু'দিন তিনি যাবেন স্লোভাকিয়ায়। ২৯ বছর পর সে দেশে পা রাখবেন ভারতের রাষ্ট্রপতি। তাঁর এই সফর ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন আরও দৃঢ় করবে বলেই আশা ওয়াকিবহাল মহলের।

Advertisement

সপ্তাহ খানেক আগে ভারতে ঘুরে গিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভন ডার লিয়েন। সেখানেই আভাস পাওয়া গিয়েছিল, এ বছরের শেষ ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মুর্মুর পর্তুগাল সফর তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এ বিষয়ে বিদেশমন্ত্রকের অন্যতম সচিব তন্ময় লাল জানিয়েছেন, ''দু'দেশের এই সফর ল্যান্ডমার্ক হতে চলেছে।'' তিনি আরও জানান, নয়াদিল্লি-লিসবনের সম্পর্ক এবার ৫০ বছরে পা রাখবে। ফলে সময়ের সাপেক্ষে এই সফর গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক।

সফরসূচি অনুযায়ী, ৭ এপ্রিল পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মুর্মু। তারপর তিনি যাবেন স্লোভাকিয়া। ইউরোপের এই ছোট্ট দেশে ২৯ বছর পর রাষ্ট্রপতির সফর নিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশে ১৯৯৫ সালে ভারতীয় দূতাবাস তৈরি হয়েছিল। তার ৩০ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মুর্মুর সফর। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রবাসী প্রায় ৬ হাজার ভারতীয়। গাড়ি, ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। স্লোভাকিয়ার একাধিক সংস্থা ভারতের ইস্পাত, তথ্যপ্রযুক্তি, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করে। দ্রৌপদী মুর্মু আলাদাভাবে কথা বলবেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে। মনে করা হচ্ছে, ইউরোপের দুই দেশে ঝটিকা সফরে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যের রাস্তা আরও চওড়া করে আসবেন মুর্মু। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে ইউরোপের দুই দেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু।
  • প্রায় তিন দশক পর যাবেন পর্তুগাল ও স্লোভাকিয়ায়।
  • ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনার সম্ভাবনা।
Advertisement