সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের যাবতীয় আপত্তি উড়িয়ে সংসদে পাশ হয়ে গিয়েছে জি রাম জি বিল। যার মূল উদ্দেশ্য, ১০০ দিনের কাজের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে রামের নাম প্রবেশ করানো। সংসদের অন্দরে এই বিলের প্রবল বিরোধিতা করেছে কংগ্রেস। বিলের প্রতিবাদে রাতভর ধরনা দিয়েছেন তৃণমূল সাংসদরা। অথচ সেই বিল পাশের একদিন পরই কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) দেখা গেল সরকার পক্ষের কুশীলবদের সঙ্গে খোশগল্পে মজে থাকতে। সেই ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।
আসলে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার ওম বিড়লা শাসক-বিরোধী শিবিরকে নিয়ে চা চক্রের আয়োজন করেন। সেখানে প্রিয়াঙ্কাকে দেখা গেল ঠিক রাজনাথ সিংয়ের পাশেই বসে থাকতে। তাঁর হাতে ছিল চায়ের কাপ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের অন্য পাশে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রিয়াঙ্কার হাতে ছিল চায়ের কাপ।
জানা গিয়েছে প্রায় মিনিট ১৫-২০ ওই খোশগল্প চলেছে। প্রিয়াঙ্কা রাজনাথদের নিজের ডায়েটের রহস্য জানিয়েছেন। কংগ্রেস নেত্রী জানিয়েছেন, তিনি এলার্জি এড়াতে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানড় থেকে আনা সবজি খান। আবার প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক ইথিয়োপিয়া, জর্ডন এবং ওমান সফর সম্পর্কে খোঁজখবরও নেন তিনি। প্রধানমন্ত্রী মোদিও হাসিমুখে জানান, তাঁর সফর বেশ ভালো কেটেছে। আসলে এটাই ভারতীয় রাজনীতির গুণ। এখানে যেমন তীব্র রাজনৈতিক বিরোধিতা আছে, তেমনই রয়েছে সৌজন্য।
এর আগে নীতীন গড়করির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রিয়াঙ্কা। সেখানেও খোশমেজাজে ধরা দেন সোনিয়াতনয়া। গড়করির কাছে অবশ্য নিজের লোকসভা কেন্দ্রের কয়েকটি রাস্তার কাজকর্ম সম্পর্কে তদারক করতে যান কংগ্রেস নেত্রী।
