সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'দিদি' বলে ডেকে দাঁড়ানো বাসেই যুবতীকে ধর্ষণের অভিযোগ পুণেতে। থানা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বেই এই ঘটনা ঘটেছে বলে খবর। অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে পুণের স্বর্গতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ওই যুবতী। সেখানেই দাঁড়িয়ে থাকা বাসে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তার নামে এর আগেও পুলিশের খাতায় মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রথমে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তকে কথা বলতে দেখা যায়।
পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, তিনি পরিচারিকার কাজ করেন। এদিন ভোরে বাড়ি ফিরছিলেন। বাস ধরার জন্যই সেখানে গিয়েছিলেন। যুবতীর অভিযোগ, অভিযুক্ত তাঁকে প্রথমে 'দিদি' বলে সম্বোধন করে। তারপর বলে এই বাসেই উঠুন এটা যাবে। কিন্তু বাসের আলো নেভানো দেখে তিনি প্রথমে উঠতে চাননি। তাঁকে ইতস্তত বোধ করতে দেখে অভিযুক্ত বলে, বাসের যাত্রীরা ঘুমাচ্ছে। তাই লাইট নেভানো। এরপর তিনি বাসে উঠতেই অভিযুক্ত যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর নির্যাতিতা কোনও রকমে পাশের বাসে গিয়ে ওঠেন। সেখানে বন্ধুর সঙ্গে দেখা হতেই সমস্ত কিছু খুলে বলেন। তারপর তাঁরা থানায় গিয়ে অভিযোগ জানান। ইতিমধ্যেই অভিযুক্তকে খুঁজতে আটটি স্পেশাল টিম তৈরি করেছে পুলিশ। নামানো হয়েছে স্নিফার ডগও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাস স্ট্যান্ডে গিয়ে ভাঙচুরও করা হয়।
