সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট কলার সন্ত্রাসের পরে এবার নাবালক গুপ্তচর। ভারতের মাটিতে ফের নিজেদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে আইএসআই। প্রেসক্রিপশনে তাঁরা 'আরএক্স' লেখেন। মোটা বেতনের চাকরিও করেন। কিন্তু হাতে থাকে 'আরডিএক্স', অর্থাৎ বিস্ফোরক। হোয়াইট কলার সন্ত্রাস প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা বলার কিছুদিনের মধ্যেই এবার পাঠানকোটে ধরা পড়ল নাবালক গুপ্তচর।
জানা গিয়েছে, পাঠানকোট পুলিশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ, ওই কিশোর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত। পুলিশ জানিয়েছে, ওই নাবালক গত এক বছর ধরে আইএসআই-এর হ্যান্ডলারদের হাতে ভারত সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছিল। আধিকারিকরা জানিয়েছেন যে তথ্য পাঠানো হয়েছিল তা এখন তদন্ত করে দেখা হচ্ছিল।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনা গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। তদন্তে দেখা গিয়েছে, হোয়াইট কলার সন্ত্রাসবাদীদের পরে এবার গুপ্তচরবৃত্তির জন্য নাবালকদের নিয়োগের চেষ্টা করছে আইএসআই। পুলিশের দাবি, এই প্রবণতা একটি উল্লেখযোগ্য নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি করছে দেশের জন্য।
প্রশাসন জানিয়েছে, পাঞ্জাবের আরও বহু নাবালকের সঙ্গে আইএসআই কর্মীদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রাজ্যজুড়ে থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত বছর নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় যাঁরা ধরা পড়েছেন, তদন্তে দেখা গিয়েছে, তাঁরা অনেকেই পেশায় চিকিৎসক। সেই সূত্রেই কয়েকদিন আগে রাজনাথ বলেন, "দেশে হোয়াইট কলার সন্ত্রাসবাদের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। দিল্লির বোমা বিস্ফোরণের দোষীরা পেশায় চিকিৎসক। যাঁরা প্রেসক্রিপশনে আরএক্স লেখেন। কিন্তু তাঁদের হাতে থাকে আরডিএক্স। শিক্ষার উদ্দেশ্য পেশায় সাফল্য নয়, চরিত্রের বিকাশ।"
