সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে বোমাতঙ্ক! হুমকি ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্ত্বরে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে আদালতের সমস্ত কক্ষ। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বোম্ব স্কোয়াড।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেলায় পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের ইমেলে হুমকিবার্তা পাঠানো হয়। বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত। মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই সেখানে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীগড় পুলিশ, দমকল, এবং উদ্ধারকারী দল। উপস্থিত হয়েছে বোম্ব স্কোয়াড। বর্তমানে তারা সেখানে তদন্ত চালাচ্ছে। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো বলেই মনে করছেন .তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত আদালতে কোনও বোমার হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গোটা বিষয়টি স্পষ্ট হলে তবেই আদালত খোলা হবে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন শহরে এরকম হুমকিবার্তা নতুন নয়। তদন্ত করে দেখা গিয়েছে সেগুলির সবকটিই ভুয়ো। বুধবার বিকেলে গুরুগ্রামের একটি নিম্ন আদালতে এরকমই একটি হুমকি ইমেল পাঠানো হয়েছিল। তবে তদন্তের পর দেখা যায় তা ভুয়ো। একদিন এবার পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে হুমকিবার্তা।
