সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশবাসীর চোখে পরস্পর শত্রু তাঁরা। অন্তত ভাবমূর্তি তেমনই। কখনও মামলা তো কখনও সরাসরি আক্রমণ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রাজনীতির ২২ গজে কম ছক্কা হাঁকাননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এহেন বিরোধী দলনেতা এবার 'গোপন সাক্ষাৎ' করলেন 'শত্রু' হিসেবে পরিচিত দাপুটে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে। সাক্ষাৎ হলেও তার কোনও ছবি জনসমক্ষে এল না। কেউ যাতে এই সাক্ষাতের ছবি না তোলেন তা নিশ্চিত করলেন ইন্ডিয়া শিবিরের অন্যতম শীর্ষ এক নেত্রী।
গত ১১ ডিসেম্বর ছিল এনসিপি প্রধান শরদ পওয়ারের ৮৫ তম জন্মদিন। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দেশের হাইপ্রোফাইল ব্যক্তিত্বরা। আমন্ত্রণ জানানো হয়েছিল, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, শিল্পপতি গৌতম আদানি-সহ অন্যান্য বিশিষ্টরা। এই অনুষ্ঠানেই শিল্পপতি গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ ও করমর্দন করেন তাঁর প্রধান সমালোচক রাহুল। অথচ সেই সাক্ষাতের একটি ছবিও সামনে আসতে দেওয়া হয়নি। সেখানে উপস্থিত সাংবাদিকদের তরফে জানানো হয়েছে, চিরচেনা কুর্তা-পায়জামা পরিহিত রাহুল গান্ধী ও গৌতম আদানি একে অপরের মুখোমুখি হয়ে করমর্দন ও সৌজন্য আলাপ করেন।
একই অনুষ্ঠানে উপস্থিত রাহুল ও গৌতম আদানি।
জাতীয় রাজনীতিতে এই গৌতম আদানির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। বিজেপি সরকারের সঙ্গে আঁতাত করে আদানি গোষ্ঠী দেশে একচেটিয়া ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন তিনি। এহেন রাহুল ও আদানির একফ্রেমের ছবি প্রকাশ হলে ব্যাপক জলঘোলা হতে পারে, প্রভাবিত হতে পারে রাহুলের ভাবমূর্তি। ফলে ছবি যাতে বাইরে না যায় তা নিশ্চিত করতে তৎপর হন শরদ কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। সেই সাক্ষাতের কোনও ছবি তুলতে দেওয়া হয়নি। তবে শুধু আদানি নয়, এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন রাহুল। এছাড়াও ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, অনুরাগ ঠাকুর, জয়ন্ত চৌধুরী, নীরজ শেখরের মতো নেতারা। পারিবারিক সংঘাত থাকলেও অজিত পওয়ার উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এদিকে রাহুল-আদানি সাক্ষাতের প্রমাণ না থাকলেও গোটা ঘটনা সামনে আসার পর রাহুলকে তোপ দেগেছে বিজেপি। বিজেপি মুখপাত্র মঞ্জু ভর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, 'সমস্ত জায়গায় আদানির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর পর রাহুল-প্রিয়াঙ্কা দু'জনেই আদানির সঙ্গে শরদের নৈশভোজে যোগ দিলেন।' গোটা ঘটনাকে কংগ্রেসের ভণ্ডামি বলে তোপ দেগেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
