shono
Advertisement

ন্যাশনাল হেরাল্ড মামলা: রাহুলকে ফের তলব ইডির, ৮ জুনই হাজিরা দেবেন করোনা আক্রান্ত সোনিয়া

বিদেশে থাকায় ২ জুন হাজিরা দিতে পারেননি রাহুল।
Posted: 02:28 PM Jun 03, 2022Updated: 02:32 PM Jun 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা করোনা আক্রান্ত। বোন প্রিয়াঙ্কা গান্ধীও শুক্রবার কোভিডের কবলে পড়েছেন। পরিবারের দুই সদস্যকে নিয়ে উদ্বেগের মধ্যেই ফের ইডির (ED) সমন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ন্যাশনাল হেরাল্ড মামলায় আগামী ১৩ জুন তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে এই মামলায় রাহুল গান্ধীকে গত ২ জুন এবং তাঁর মা সোনিয়া গান্ধীকে আগামী ৮ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। কিন্তু রাহুল গান্ধী তখন ব্যক্তিগত সফরে বিদেশে ছিলেন। তাই ইডির দপ্তরে হাজিরা দিতে পারেননি। বদলে চিঠি লিখে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অতিরিক্ত সময় চেয়ে নেন। রাহুলের সেই অনুরোধ মেনে নিয়ে তাঁকে আগামী ১৩ জুন দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। কংগ্রেস (Congress) সূত্রের খবর, রাহুল ওইদিনই ইডি দপ্তরে হাজিরা দেবেন। শুক্রবারই দেশে ফিরছেন তিনি।

[আরও পড়ুন: কোচ এবং শিক্ষকদের জন্য নতুন App আনছেন সৌরভ! টুইট রহস্য ফাঁস করলেন ‘দাদা’ নিজেই]

তবে সব ঠিক থাকলে রাহুলের আগেই সোনিয়া গান্ধী ইডির দপ্তরে হাজিরা দেবেন। আপাতত তিনি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ৮ জুনই ইডি দপ্তরে হাজিরা দেবেন। ইডির অফিসে হাজিরা দেওয়ার আগে তিনি আরও একবার করোনা পরীক্ষা করাবেন। রিপোর্ট নেগেটিভ এলেই সময়মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দেবেন কংগ্রেস সভানেত্রী।

[আরও পড়ুন: আমেরিকায় খেলতে যাচ্ছেন রোহিতরা, ঘোষিত ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি]

এদিকে, সোনিয়ার পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi) শুক্রবার কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। গতকাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশে রাজনৈতিক কর্মসূচিতে ছিলেন। মায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই সব কাজ ফেলে দিল্লি ফেরেন। কিন্তু করোনা পরীক্ষার পর জানা যায় তিনি নিজেও আক্রান্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার