shono
Advertisement

Breaking News

Rahul Gandhi

'উনি আমাদের বড় সম্পদ', গুজরাট কংগ্রেসে গেরুয়া গন্ধ পাওয়া রাহুলকে কটাক্ষ বিজেপির

কংগ্রেসে বিজেপির চোরাস্রোত বইছে বলে অভিযোগ করেছেন রাহুল।
Published By: Amit Kumar DasPosted: 07:27 PM Mar 08, 2025Updated: 07:27 PM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আমাদের দলের সবচেয়ে বড় সম্পদ হলেন রাহুল গান্ধী'। এ কোনও কংগ্রেস নেতার মন্তব্য নয়, রাহুলের সাম্প্রতিক অভিযোগের পালটা এভাবেই কংগ্রেস সাংসদকে কটাক্ষ করল গেরুয়া শিবির। অন্যদিকে, রাহুলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর কটাক্ষ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমাদের বিরোধী দলনেতা।

Advertisement

গুজরাট কংগ্রেসে বিজেপির চোরাস্রোত বইছে বলে শনিবার অভিযোগ করেছেন রাহুল গান্ধী। রাহুল স্পষ্ট করে বলেন, গুজরাটে কংগ্রেস দুভাগে বিভক্ত। একদল আছেন যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। আর এক দল আছেন যারা ভীতু। কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ করছেন। কেউ কেউ সোজা বিজেপিতে যোগ দিয়েছেন। বিরোধী দলনেতার কথায়, “কংগ্রেস কর্মীদের মধ্যেও সিংহের মতো লড়াই করার ক্ষমতা আছে। কিন্তু প্রত্যেকের পিছনে শিকল বাঁধা। যারা কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ করছেন, তাঁদের এবার তাড়াতে হবে। ১০-১৫-২০-৩০ যত জনকে বের করতে হয় করে দিন। কংগ্রেসের অন্দরে থেকে বিজেপির হয়ে কাজ করা চলবে না।”

রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, "বিজেপির সবচেয়ে বড় শক্তি রাহুল গান্ধী নিজেই। নিজে তো বটেই উনি নিজের দলকেও ট্রোল করছেন। আসলে উনি নিজেই নিজেকে আয়না দেখানোর চেষ্টা করছেন। দেখো আমি কত স্পষ্টভাবে স্পষ্ট কথা বলি। উনি বলছেন, দলের কিছু কর্মীকে বিয়ের ঘোড়ার মতো নাচতে বাধ্য করা হচ্ছে, আর কাউকে কাউকে রেসের মাঠের জন্য রাখা হয়েছে। তার মানে কী ওনার দলের কর্মী পশু? পশুর সঙ্গে তুলনা না করে অন্তত তাঁদের মানুষ বলুন।"

পুনাওয়ালার পাশাপাশি রাহুলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, "রাহুল ও সোনিয়া গান্ধী যেদিন থেকে কংগ্রেসের হাল ধরেছেন সেদিন থেকে কংগ্রেসের হাল অত্যন্ত খারাপ। বামপন্থী ও নকশালদের সমর্থন করেন উনি। সদংবাদমাধ্যমকে গাল দিতে দিতে এখন নিজের দলের নেতাদের গাল দিচ্ছেন। এটা ভালো লক্ষ্মণ নয়, আমার মনে হয় উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'উনি আমাদের বড় সম্পদ', গুজরাট কংগ্রেসে গেরুয়া গন্ধ পাওয়া রাহুলকে কটাক্ষ বিজেপির
  • রাহুলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদীর কটাক্ষ, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।
  • কংগ্রেসে বিজেপির চোরাস্রোত বইছে বলে অভিযোগ করেছেন রাহুল।
Advertisement