সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শেষ হয়ে গেলেও ভারত জোড়ার কাজ থেকে বিরতি নেন রাহুল গান্ধী। সাধারণ মানুষের সঙ্গে বারবার যেভাবে তিনি মিশে যাচ্ছেন, তাতে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এবার বাইক মেকানিকের ভূমিকায় ধরা দিলেন কংগ্রেস নেতা।
‘ভারত জোড়ো যাত্রা’র সময় কখনও স্থানীয়দের সঙ্গে লোকগীতির ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল রাহুলকে (Rahul Gandhi), তো কখনও আদিবাসীদের সঙ্গে বসে খাওয়াদাওয়া করেছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতির সে কর্মসূচি তাই রীতিমতো মাথাব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজেপির কাছে। তবে কর্মসূচি শেষ হলেও, সাংসদ পদ খারিজ হলেও রাহুলের জনসংযোগে ভাটা পড়েনি। সে ছবিই ফের ধরা পড়ল দিল্লির করল বাগে।
[আরও পড়ুন: ‘ভোটের আগেই চোট! আসল নাকি রাজনৈতিক?’, মমতাকে খোঁচা দিলীপের, পালটা দিল তৃণমূল]
একটি মেকানিকের গ্যারেজে ঢুকে বাইক মেরামত করতে দেখা গেল সোনিয়াপুত্রপকে। স্ক্রু ড্রাইভার হাতে, কালিঝুলি মেখে আর পাঁচজন মেকানিকের মতোই কাজ করলেন তিনি। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকে বলছেন, “যুবরাজ”ও যে মাটির মানুষ হতে পারেন, তার উদাহরণ রাহুল গান্ধীই। কংগ্রেস নেতাকে দেখতে ভিড় জমে যায় ওই গ্যারেজের বাইরে। বেরিয়ে এসে অনেকের সঙ্গে হাতও মেলান তিনি।
সম্প্রতি রাহুলের রাতভর ট্রাকে চড়ে ঘোরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ট্রাক চালকদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। আবার জেলেদের সঙ্গে সাঁতার কাটতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার জনসংযোগে মেকানিকের ভূমিকায় রাহুল।