সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিলকিস বানো মামলায় (Bilkis Bano Case) সুপ্রিম নির্দেশে মুখ পুড়েছে বিজেপি শাসিত গুজরাট সরকারের (Gujarat Government)। ১১ দোষীর মুক্তির সিদ্ধান্ত রদ করেছে শীর্ষ আদালত (Supreme Court)। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে কংগ্রেস (Congress), তৃণমূল (TMC)-সহ বিরোধীরা। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘মহিলা বিরোধী’ এবং ‘দুষ্কৃতীদের রক্ষক’ বিজেপির বিরুদ্ধে জয় হয়েছে ন্যায় বিচারের।
এক্স হ্যান্ডেলে গেরুয়া শিবিরকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোপ, “বিলকিস বানোর অক্লান্ত সংগ্রাম “অহংকারী” বিজেপি সরকারের বিরুদ্ধে ন্যায় বিবেকের প্রতীক।” রাহুল আরও লেখেন, “ভোটের সুবিধার জন্য বিচার ব্যবস্থাকে হত্যার চেষ্টা লোকতন্ত্রের জন্য বিপজ্জনক। আজ সুপ্রিম রায়ে ফের স্পষ্ট হল কারা দুষ্কৃীতদের রক্ষক।” সুপ্রিম রায়ের পর সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। তাঁর কথায়, আজকের নির্দেশের ফলে বিজেপির নারীবিরোধী নীতি প্রকাশ্যে চলে এল।
[আরও পড়ুন: দেশজুড়ে ‘বয়কট মালদ্বীপে’র ডাক, দ্বীপরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কেন?]
শীর্ষ আদালতের রায়ের পর টুইট করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “আইনের দীর্ঘ হাতে শেষ পর্যন্ত পাকড়াও করেছে অপরাধীকে। গুজরাট সরকারের ১১ দোষীর মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় আইনের ব্যবস্থার বিরাট জয়।” আরও বলা হয়েছে, যারা অপরাধীদের মুক্তি দিতে সাহায্য করেছিল এবং দোষীদের মহিমান্বিত করেছিল, সেই বিজেপির মুখে চড় কষিয়েছে আদালত। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন শীর্ষ আদালতের আজকের রায়কে।
শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও মনে করিয়ে দিয়েছেন, বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তে এনওসি দিয়েছিল খোদ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। তথাপি বিচারপতি লড়াই চালিয়ে গিয়েছেন বিলকিস। আমরা যেন এই কথা ভুলে না যাই।