shono
Advertisement
Rahul Gandhi

পদ খালি অথচ নিয়োগ নেই, প্রমাণ-সহ 'দলিত বিরোধী' মোদি সরকারকে তোপ রাহুলের!

তপসিলি কমিশনে গুরুত্বপূর্ণ পদ খালি, অথচ সরকার নিয়োগ করছে না বলে অভিযোগ।
Published By: Amit Kumar DasPosted: 09:12 PM Feb 28, 2025Updated: 09:12 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তপসিলি কমিশনে গুরুত্বপূর্ণ পদ খালি পড়ে রয়েছে। অথচ সরকার সেখানে কোনও নিয়োগ করছে না। এমনই অভিযোগ তুলে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তথ্য প্রমাণ-সহ তাঁর অভিযোগ এই সরকার দলিত বিরোধী।

Advertisement

শুক্রবার এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে তোপ দেগে রাহুল গান্ধী লেখেন, 'বিজেপি সরকারের দলিত বিরোধী মানসিকতার আরও এক প্রমাণ সামনে চলে এল। দলিতদের অধিকার সুরক্ষিত করতে কাজ করে তপসিলি কমিশন। ইচ্ছাকৃতভাবে সেই দপ্তরকে উপেক্ষা করা হচ্ছে। গত এক বছর ধরে এই দপ্তরের গুরুত্বপূর্ণ দুটি পদ খালি পড়ে রয়েছে। অথচ সরকারের কোনও হেলদোল নেই।'

সোশাল মিডিয়ায় রাহুল আরও লেখেন, এই কমিশন একটি সাংবিধানিক সংস্থা। ফলে তপসিলি কমিশনকে দুর্বল করা দলিতদের সাংবিধানিক ও সামাজিক অধিকারের বিরুদ্ধে সরাসরি হামলা। যদি কমিশনই না থাকে তাঁকে দলিতদের কথা কে শুনবে? তাঁদের অভিযোগের তদন্ত কে করবে? প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, অবিলম্বে তপসিলি কমিশনের আধিকারিকদের শূন্যপদ পূরণ করা হোক যাতে দলিতদের অধিকার নিশ্চিত হয়। এবং সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।

সরকারের গুরুত্বপূর্ণ পদে দলিত সম্প্রদায়ের কাউকে নিয়োগ করা হচ্ছে না বলে আগেই অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী। গত বছর এই ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাহুল বলেছিলেন, "মোদি সরকারের আমলে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলিতে দলিত, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। তারই মাঝে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে বেছে বেছে আরএসএস প্রতিনিধিদের বসানো হচ্ছে। যেখানে আইএএস আধিকারিকদের নিযুক্ত করা উচিত সেখানে নিযুক্ত করা হচ্ছে ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’-এর মাধ্যমে বেসরকারি সংস্থার পদস্থ কর্তাদের বসাচ্ছেন নরেন্দ্র মোদি। যার জেরে ইউপিএসসি-র প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থহীন হয়ে পড়ছে। সরকারের এই নীতি দলিতদের অধিকারকে আরও সংকুচিত করছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তপসিলি কমিশনে গুরুত্বপূর্ণ পদ খালি পড়ে রয়েছে, অথচ সরকার সেখানে কোনও নিয়োগ করছে না!
  • এমনই অভিযোগ তুলে শুক্রবার সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
  • তথ্য প্রমাণ-সহ রাহুলের অভিযোগ এই সরকার দলিত বিরোধী।
Advertisement