shono
Advertisement
Mount Abu

এবার বদলে যাচ্ছে মাউন্ট আবুর নাম? আমিষ খাবার নিয়েও নিষেধাজ্ঞা! তুঙ্গে বিতর্ক

নাম বদলের বিরোধিতায় পথে নামল ২৩টি সংগঠন।
Published By: Kishore GhoshPosted: 04:53 PM May 06, 2025Updated: 04:53 PM May 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া জমনায় জায়গার নাম বদল নতুন কথা না। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে রাজস্থানের মাউন্ট তাবু! সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশিকায় খুব দ্রুত বদলে যাবে মরু রাজ্যের অন্যতম পর্যটনস্থলের নাম। এখানেই শেষ নয়, মাউন্ট আবুর কাছে মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রতিবাদ। ‘টাইম্‌স অব ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ২৩টি সংগঠন একযোগে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নেমেছে।

Advertisement

মাউন্ট আবু ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। গোটা বছর শেখানে মানুষের আনাগোনা লেগে থাকে। বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। রাজস্থানের অন্য অনেক শহরের মতোই মাউন্ট তাবুর অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। সেই জায়গার নাম বদল হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে নতুন নাম 'আবু রাজ তীর্থ' ঠিক হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে নাম বদলের পাশাপাশি মাউন্ট আবুর কাছে মদ এবং আমিষ খাবারও নিষিদ্ধ করা হবে।

সূত্রের খবর, গত বছর, অর্থাৎ ২০২৪ সালের অক্টোবরেই নাম বদল নিয়ে এক দফা স্থানীয় প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। যদিও নতুন করে শোরগোল শুরু হয়েছে একটি চিঠির কারণে। স্থানীয় স্বশাসিত বিভাগ গত ২৫ এপ্রিল মাউন্ট আবুর নাম বদলের প্রস্তাব করে পুরনিগমকে একটি চিঠি পাঠিয়েছে। আগেই স্থানীয় বিধায়ক নাম পরবর্তনকে সমর্থন করেছেন বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে মাউন্ট আবুর নাম পরিবর্তন নিয়ে তুঙ্গে বিতর্ক। উল্লেখ্য, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে একাধিক জায়গার, রেল স্টেশনের নাম বদল হয়েছে। মুঘলসরাই এখন দিনদয়াল উপধ্যায় স্টেশন। সেই প্রক্রিয়া এবার বিজেপি শাসিত রাজস্থানেও শুরু হল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাউন্ট আবু ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।
  • ২০২৪ সালের অক্টোবরেই নাম বদল নিয়ে এক দফা প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে।
Advertisement