shono
Advertisement
Rajasthan

১২ বছর ধরে ISI-এর চরবৃত্তি, পহেলগাঁও আবহে রাজস্থান থেকে গ্রেপ্তার 'পাঠান'

একাধিকবার জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
Published By: Gopi Krishna SamantaPosted: 05:02 PM May 02, 2025Updated: 05:05 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে দু’দেশের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। পরপর আটদিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। এরই মধ্যে রাজস্থানের জয়সলমেঢ় থেকে এক পাকিস্তানি চরকে গ্রেপ্তার করল রাজস্থান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। গোয়েন্দারা জানিয়েছেন, ধৃত পাঠান খান জেরায় স্বীকার করেছে যে সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে (ISI) ভারতের বিভিন্ন তথ্য পাচার করত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাঠানকে একমাস আগে আটক করা হয়েছিল। একাধিকবার জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এরপর ১ মে অর্থাৎ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, পাঠান ২০১৩ সাল থেকে পাকিস্তানে যাতায়াত করত। সেখানেই পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে তার পরিচয় হয়। এরপর একাধিকবার পাকিস্তানে গিয়ে চরবৃত্তির প্রশিক্ষণ নেয় সে। ভারতীয় বিভিন্ন তথ্য পাচারের জন্য তাকে মোটা টাকার অফার ISI-এর তরফে দেওয়া হয়েছিল বলে স্বীকার করেছে অভিযুক্ত।

গোয়েন্দারা জেরায় এও জানতে পেরেছেন, ধৃত পাঠান ২০১৩ সালের পর থেকে একাধিকবার ISI-এর সঙ্গে বৈঠক করে। পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে জয়সালমেঢ় আন্তর্জাতিক সীমান্ত সম্পর্কিত বহু তথ্য পাচার করেছে। সন্দেহজনক কাজের জন্য পাঠানকে আটক করা হয়েছিল। এরপর তাকে একাধিকবার জেরা করা হয়। জেরায় সে তথ্য পাচারের কথা স্বীকার করে নিলে তাকে গ্রেপ্তার করা হয়।

পহেলগাঁওয়ে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত সরকার। পালটা পাকিস্তানও একাধিক সিদ্ধান্তের কথা জানায়। পাকিস্তানি বিমানের জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে পাকিস্তানি চর ধরা পড়ল রাজস্থানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থানের জয়সালমীর থেকে এক পাকিস্তানি চরকে গ্রেপ্তার করল রাজস্থান ইন্টেলেজেন্স ডিপার্টমেন্ট।
  • ধৃত পাঠান খান জেরায় স্বীকার করেছে যে সে পাকিস্তানি গুপচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলেজ্ন্সেকে (ISI) ভারতের বিভিন্ন তথ্য পাচার করত।
  • পাঠান ২০১৩ সাল থেকে পাকিস্তানে যাতায়াত করত। সেখানেই পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে তার পরিচয় হয়।
Advertisement