সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার দশকের যুদ্ধে জয় পেলেন নির্যাতিতা। রাজস্থানের একটি ধর্ষণের ঘটনায় নিম্ন আদালতের রায় খারিজ করে অভিযুক্তকে খালাস করেছিল হাই কোর্ট। যদিও অভিযুক্তের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, উচ্চ আদালতের 'ভুলের জন্য' ন্যায় বিচার পেতে ৪০ বছর অপেক্ষা করতে হল মহিলাকে।

১৯৮৬ সালের ঘটনা। ধর্ষিতা তখন কিশোরী। অভিযুক্ত বছর কুড়ির তরুণকে সাত বছর কারাবাসের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এরপর হাই কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। সেখানে নিম্ন আদালতের রায় খারিজ হয়ে যায়। উচ্চ আদালত জানায়, বিচারকের প্রশ্নের উত্তর দেননি ধর্ষিতা। আদালতে দাঁড়িয়ে অভিযুক্তের বিরুদ্ধে কিছু বলেনি তিনি, কেবল কাঁদতে থাকেন। সেই কারণে খালাস করা হচ্ছে তরুণকে।
সুপ্রিম কোর্ট রাজস্থান হাই কোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মানসিক আঘাতের কারণে নির্যাতিতা আদালতে প্রশ্নের জবাব ঠিক মতো নাও দিতে পারেন। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য প্রমাণে স্পষ্ট সে অপরাধ করেছে। হাই কোর্টের সমালোচনা করে শীর্ষ আদালত জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসুত্রিতার কারণে মামলাটি বহু বছর ধরে ঝুলে ছিল। শীর্ষ আদালত অভিযুক্তের সাজা বহাল রাখে।