সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও সরকারি চাকরির পরীক্ষায় টুকলি রুখতে সমগ্র রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার৷ এতে ক্ষতির মুখে পড়ছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি৷ বিপুল অংকের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে টেলিকম সংস্থাগুলিকে৷ রাজস্থান সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকে এমনই চিঠি লিখল Cellular Operators Association of India (COAI)৷
[ট্রেনের সামনে কিকি চ্যালেঞ্জ! স্টেশন সাফাইয়ের শাস্তি তিন যুবককে]
চলতি বছরের ২৫ এপ্রিল এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে Indian Council for Research on International Economic Relations (ICRIER)৷ যেখানে উল্লেখ করা হয়েছে, আগস্ট ২০১৭ থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১৪০ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার৷ যার ফলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষতি হয়েছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা৷ এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজস্থান সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে COAI৷ জানিয়েছে, রাজ্যে এই ভাবে বারবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করলে লোকসানে গুনতে হচ্ছে তাঁদের৷ জানা গিয়েছে, কেবল লোকসানের কথাই জানায়নি COAI৷ অভিযোগ পত্রে লিখেছে, বসুন্ধরা রাজে সরকারের এই সিদ্ধান্তে বাধাপ্রাপ্ত হচ্ছে কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া গড়ার পরিকল্পনাও৷
[সোশ্যাল মিডিয়ার দখল নিতে বুদ্ধিমতী সুন্দরীদের খুঁজছে বিজেপি]
প্রসঙ্গত, গত বছরের আগস্ট ২০১৭ থেকে এখনও পর্যন্ত স্কুল শিক্ষক নিয়োগ, পুলিশের কনস্টেবল পদে নিয়োগ ও সরকারি কর্মী নিয়োগের মতো একাধিক সরকারি পরীক্ষা হয়েছে রাজস্থানে৷ সবক্ষেত্রেই রাজস্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বসুন্ধরা রাজে সরকার৷ উদ্দেশ্যে একটাই, এই পরীক্ষাগুলিতে যে বিপুল পরিমাণ টুকলির অভিযোগ ওঠে তা বন্ধ করা এবং পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ভাবমূর্তি দেওয়া৷ কিন্তু সরকারের এই নির্দেশনামাই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মাথায়৷ এখন কেমন ভাবে এই সমস্যার হাত থেকে মুক্তি মেলে সেই পথই খুঁজে চলেছেন তাঁরা৷
The post পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি appeared first on Sangbad Pratidin.