সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেমিকন্ডাক্টর এবং অন্যান্য পণ্যের পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমানের ইঞ্জিনও দেশেই তৈরির বার্তা দেন তিনি। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করলেন, ভারত তার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিনগুলি নিজেরাই তৈরি করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজনাথ সিং বলেন ফরাসি কোম্পানি সাফরানের সঙ্গে যৌথভাবে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু হতে চলেছে।
প্রতিরক্ষা মন্ত্রী বলেন, "আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করেছি। ভারতে বিমানের ইঞ্জিন তৈরি দিকেও এগিয়েছি। ফরাসি সংস্থা সাফরানের সঙ্গে মিলে ভারতে ইঞ্জিন তৈরির কাজ শুরু করব।" দেশের প্রথম পঞ্চম প্রজন্মের জেট তৈরির জন্য 'অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট' প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে, পাঁচটি প্রোটোটাইপ তৈরির পরিকল্পনা হচ্ছে। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এই প্রোটোটাইপ তৈরির জন্য আগ্রহপত্র আহ্বান করেছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের সাম্প্রতিক সাফল্যগুলি তুলে ধরেন রাজনাথ। তেজসকে এর 'উদাহরণ' হিসাবে উল্লেখ করেন তিনি। রাজনাথ বলেন, "আমাদের তেজস বিমান ভারতের দেশীয় প্রতিরক্ষা ক্ষমতার একটি দুর্দান্ত উদাহরণ হতে চলেছে। আমরা এই প্রকল্পে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তবে আমরা সমস্যার সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ।"
হালকা যুদ্ধ বিমান তেজসের সঙ্গে এএমসিএ, বিমান বাহিনীর মূল ভিত্তি হবে এমনই পরিকল্পনা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আপডেটও জানিয়েছেন। ৪৮,০০০ কোটি টাকার ৮৩টি বিমানের অর্ডারের পাশাপাশি, ৯৭টি তেজস যুদ্ধবিমানের জন্য ৬৬,০০০ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে হ্যাল। যদিও তেজস যুদ্ধবিমানের ডেলিভারি নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেন বায়ুসেনা প্রধান। প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং বলেন, বায়ুসেনার হাতে সময়মতো তেজস যুদ্ধবিমান তুলে দেওয়ার ক্ষেত্রে হ্যালের উপর ভরসা করতে পারছেন না তিনি।
