shono
Advertisement
Ranveer Allahbadia

দেশজুড়ে অভিযোগের পাহাড়, মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা রণবীর এলাহাবাদিয়ার

রণবীরকে শুক্রবার তলব করেছে অসম পুলিশ।
Published By: Anwesha AdhikaryPosted: 12:26 PM Feb 14, 2025Updated: 02:08 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবা-মায়ের যৌনতা দেখবে?’ ইউটিউবার, পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) এহেন মন্তব্যে তোলপাড় দেশ। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে, যেখান থেকে উত্থান রণবীরের। অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন বিয়ার বাইসেপস। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হয়েছে জনপ্রিয় ইউটিউবারকে।

Advertisement

জানা গিয়েছে, দেশের নানা প্রান্তে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। মামলার দ্রুত শুনানির আবেদনও জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। রণবীরকে শুক্রবার তলব করেছে অসম পুলিশ। সেই বিষয়টি উল্লেখ করেই দ্রুত শুনানির আবেদন করেছিলেন রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি।

উল্লেখ্য, দিনকয়েক আগে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর (Ranveer Allahbadia) । সেখানে তিনি আচমকাই বলে বসেন, “বাবা-মায়ের যৌনতা দেখবে? নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে?” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রণবীর-সহ অনুষ্ঠানে হাজির থাকা একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তাঁর রাজ্যের পুলিশ। অন্যদিকে মহারাষ্ট্রেও রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে।

যদিও ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ‘ক্ষমা’ চান সোশাল মিডিয়া তারকা। তাতেও লাভ হয়নি। হু হু করে কমেছে ফলোয়ার সংখ্যা। সংসদেও উঠেছে এই প্রসঙ্গ। তার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিয়ার বাইসেপস। আগামী দু-তিনদিনের মধ্যে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, মুম্বই পৌঁছে গিয়েছে অসম পুলিশের বিশেষ দলও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের নানা প্রান্তে একাধিক অভিযোগ দায়ের হয়েছে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি।
  • দিনকয়েক আগে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর।
  • মহারাষ্ট্র নারী এবং শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে।
Advertisement