shono
Advertisement
JF-17 fighter jet

পাকিস্তানি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! 'জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে...' হুঁশিয়ারি দিল্লির

একাত্তরের রক্তাক্ত অতীত ভুলে পাকিস্তানের হাতে হাত বাংলাদেশের?
Published By: Biswadip DeyPosted: 10:01 AM Jan 10, 2026Updated: 02:51 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছিলেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এই বিষয়ে শিগগিরি চুক্তি হতে পারে দুই দেশের। এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলল নয়াদিল্লি। জানিয়ে দিল, পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের।

Advertisement

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন, ''গোটা পরিস্থিতির দিকে আমরা কাছ থেকে নজর রাখছি। এর সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে।''
উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ, ইন্টার সার্ভিস রিলেশন (আইএসপিআর) বাংলাদেশ বায়ুসেনার সফর নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে। যেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ। দুই সেনা প্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কথা হয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়েও। পাকিস্তানের দাবি অনুযায়ী, যুদ্ধবিমান 'জেএফ-১৭ থান্ডার' কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান। যুদ্ধবিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের। সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের।

'জেএফ-১৭ থান্ডার' যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করছে চিন ও পাকিস্তান। ৪.৫ প্রজন্মের আধুনিক এই বিমান চিনের এভিওনিক্স, দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম। এই মুহূর্তে আধুনিক হাতিয়ার ও ফাইটার জেটের খোঁজ করছে বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে জোট বাঁধছে বাংলাদেশ। কিন্তু এই বিষয়টির দিকে কড়া নজর জানিয়ে কার্যত তাদের হুঁশিয়ারি দিয়ে রাখল নয়াদিল্লি। বুঝিয়ে দিল এই ধরনের চুক্তিতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তা মেনে নেবে না ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালাচ্ছে বাংলাদেশ।
  • সবকিছু ঠিকঠাক থাকলে এই বিষয়ে শিগগিরি চুক্তি হতে পারে দুই দেশের।
  • এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলল নয়াদিল্লি। জানিয়ে দিল, পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের।
Advertisement