shono
Advertisement
Himanta Biswa Sarma

অসমে কংগ্রেসের 'মুখ্যমন্ত্রীর মুখ' গৌরব গগৈয়ের 'পাক যোগ'! জানুয়ারির মধ্যেই ফাঁসের হুমকি হিমন্তর

গৌরবের ব্রিটিশ স্ত্রীকে নিয়েও খোঁচা অসমের মুখ্যমন্ত্রীর।
Published By: Biswadip DeyPosted: 09:28 AM Jan 10, 2026Updated: 02:38 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছর পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য যে রাজ্যগুলিতে ভোট, তার অন্যতম অসম। মার্চ-এপ্রিলেই সেখানে নির্বাচন হওয়ার কথা। তার ঠিক আগেই ভোটে কংগ্রেসের 'মুখ্যমন্ত্রীর মুখ' গৌরব গগৈয়ের (Gaurav Gogoi) 'পাক যোগ' নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। শুক্রবার তিনি দাবি করেছেন, এই মাসের শেষেই গৌরবের সঙ্গে পাকিস্তানের 'যোগসাজশ' নিয়ে তথ্য প্রকাশ করা হবে।

Advertisement

গোরেশ্বরে এক সরকারি অনুষ্ঠানের ফাঁকেই হিমন্তকে বলতে শোনা যায়, ''গৌরব গগৈয়ের পাক যোগের সব তথ্য তৈরি করা হচ্ছে। আমাদের দপ্তরে এই নিয়ে কাজ চলছে। আমরা ফেব্রুয়ারির মধ্যেই সব ফাঁস করব। সত্যি বলতে, জানুয়ারি শেষ হওয়ার আগেই করে দেব। পাকিস্তান আমাদের শত্রু দেশ। তাই কোনও ব্যক্তির ভোটে লড়ার চেয়েও এই প্রশ্নটা জরুরি যে, তাঁর সঙ্গে সেই দেশের কোনও যোগাযোগ রয়েছে কিনা।'' এরই পাশাপাশি হিমন্ত আরও বলেন যে, ''ধরে নিচ্ছি যে তিনি অসমের মুখ্যমন্ত্রী হতে চান, এবং তাঁর স্ত্রী এবং দুই সন্তান ভারতীয় নন। তাহলে অফিসাররা কীভাবে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবেন?'' তাঁর দাবি, অসমের মানুষ এই বিষয়ে ভালো করেই অবগত। আর তাই তাঁরা গৌরবকে কখনওই মেনে নিতে পারবেন না মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই অসমের রাজ্য প্রশাসনের তরফে একটি সিট গঠন করা হয়েছে। সেখানে খতিয়ে দেখা হবে পাক নাগরিক আলি তকির শেখের সঙ্গে গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবার্নের যোগের বিষয়টি। হিমন্তর আরও অভিযোগ, গৌরব আইএসআইয়ের আমন্ত্রণে পাকিস্তানেও গিয়েছিলেন।

এমন অভিযোগে পালটা দিয়েছেন গৌরব গগৈ। তিনি বলেছেন, ''এই অভিযোগ ভিত্তিহীন, বিরক্তিকর!'' কোনও তথ্য না জেনেই আইটি সেলের ট্রোলারদের মতো আচরণ করছেন হিমন্ত, এমনই দাবি তাঁর। সব মিলিয়ে জমে গিয়েছে দুই পক্ষের কোন্দল। ওয়াকিবহাল মহলের মতে, গৌরব 'মুখ্যমন্ত্রীর মুখ' হয়ে উঠছে বলেই আক্রমণের ঝাঁজ বাড়াতে চাইছে বিজেপি। আর তাই নতুন করে 'পাক যোগ' নিয়ে সরব হচ্ছেন হিমন্তরা। বলে রাখা ভালো, এখনও কিন্তু গৌরবই যে মুখ্যমন্ত্রীর মুখ, তেমন কোনও ঘোষণা করেনি কংগ্রেস। কিন্তু সরাসরি ঘোষণা না করলেও সূত্রের দাবি, বুথ স্তরে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যেন গৌরবকে 'মুখ্যমন্ত্রীর মুখ' হিসেবে প্রচার করা শুরু হয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবছর পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য যে রাজ্যগুলিতে ভোট, তার অন্যতম অসম। মার্চ-এপ্রিলেই সেখানে নির্বাচন হওয়ার কথা।
  • তার ঠিক আগেই ভোটে কংগ্রেসের 'মুখ্যমন্ত্রীর মুখ' গৌরব গগৈ-এর 'পাক যোগ' নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
  • শুক্রবার তিনি দাবি করেছেন, এই মাসের শেষেই গৌরবের সঙ্গে পাকিস্তানের 'যোগসাজশ' নিয়ে তথ্য প্রকাশ করা হবে।
Advertisement