shono
Advertisement

‘কেন্দ্রের সংবেদনহীনতাই দিল্লির ঘটনার জন্য দায়ী’, কৃষক বিক্ষোভে হিংসা নিয়ে টুইট মমতার

রাজধানীর সীমান্তবর্তী এলাকাগুলিতে দেড় হাজার আধাসেনা মোতায়েন।
Posted: 08:40 AM Jan 26, 2021Updated: 08:11 AM Jan 27, 2021

দেশজুড়ে পালিত হল ৭২তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি  হিংসাত্মক রূপ নিল। দিল্লিতে লালকেল্লায় নিশান সাহিবের পতাকা ওড়ালেন কৃষকরা। যার জেরে দিনভর সরগরম রইল দিল্লির রাজধানী। 

Advertisement

সন্ধে ৭টা ৩০: দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি বললেন, “দিল্লিতে যে দুঃখজনক ঘটনাগুলি ঘটল তাতে আমি গভীরভাবে মর্মাহত। কৃষকদের প্রতি কেন্দ্রের সংবেদনহীন মানসিকতা এবং বঞ্চনাই এই ঘটনার জন্য দায়ী। প্রথমত, এই আইনগুলি কৃষকদের সঙ্গে পরামর্শ না করেই পাশ করানো হল। তারপর ২ মাস ধরে এত বিক্ষোভের পরও কেন্দ্র কৃষকদের গুরুত্ব দিল না। কেন্দ্রের উচিত কৃষকদের সঙ্গে কথা বলে এই আইনগুলি প্রত্যাহার করা। “

সন্ধে ৭টা: আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লির বিভিন্ন সীমান্তে মোতায়েন হতে চলেছে দেড় হাজার আধাসেনা।

সন্ধে ৬টা ২০: স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন আমিত শাহ। রাজধানীতে মোতায়েন হচ্ছে অতিরিক্ত পুলিশবাহিনী। সংবেদশীল এলাকায় বাড়তি পুলিশি টহল।  

সন্ধে ৬টা: কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে হিংসার ঘটনায় আহত ১৮ জন পুলিশকর্মী। 

বিকেল ৫টা:  সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

বিকেল ৪.৪৬: কৃষক আন্দোলনের জেরে বিঘ্নিত হয়েছে নিরাপত্তা। তা নিয়ে এবার বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

বিকেল ৪.১৫: কৃষি আইনের প্রতিবাদে বাঁকুড়ার তালডাংরা ব্লকের হারমাসরা থেকে পাঁচমুড়া পর্যন্ত সিপিএমের ট্রাক্টর ও বাইক মিছিল।কৃষি আইনের প্রতিবাদে বর্ধমানেও বামেদের ট্র্যাক্টর মিছিল।

বিকেল ৪.১১: এদিন আইটিও মোড়ে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। ট্র্যাক্টরে উলটে তাঁর মৃত্যু হয়। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে তাঁর মৃত্যু হয়েছে। 

দুপুর ৩.৩৪: সিঙ্ঘু, গাজিপুর ও টিকরি বর্ডারে বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ রাত ১২টার পর্যান্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দুপুর ৩.০৯: লালকেল্লা থেকে ফিরছে কৃষকদের ট্র্যাক্টর।

দুপুর ৩.০২: লালকেল্লার চূড়ায় নিশান সাহিবের পতাকা ওড়ান এক বিক্ষোভকারী। 

 

দুপুর ২.১১: জাতীয় পতাকার চেয়ে উঁচু করে লালকেল্লায় নিজেদের পতাকা ওড়ালেন কৃষকরা।

দুপুর ২.০০: ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকলেন কৃষকরা। 

দুপুর ১.৫৫: লালকেল্লার সামনে পৌঁছল কৃষকদের ট্রাক্টর মিছিল।

দুপুর ১.৩২: ITO এলাকায় একাধিক পুলিশের উপর হামলা আন্দোলনকারীদের। উঠল মারধরের অভিযোগও। এমনকী পুলিশের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়।


দুপুর ১.০৫:
পুলিশ কর্মীকে হেনস্তার চেষ্টা বিক্ষুব্ধ কৃষকদের একাংশের। তাদের হাতে ছিল লাঠি-তরোয়াল। পরে অবশ্য কয়েক জন কৃষকই তাঁকে উদ্ধার করেন। 

বেলা ১২.৫৯: রুট ভেঙে দিল্লিতে ঢুকলেন বিক্ষোভকারী কৃষকরা। পুলিশের দিকে পাথ ছোঁড়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।

বেলা ১২.৪৯: কৃষক বিক্ষোভের জেরে দিল্লি মেট্রোর একাধিক গেট বন্ধ। বাস ও পুলিশ জিপে হামলার অভিযোগ। 

বেলা ১২.৪০: দিল্লি পুলিশের সদর দপ্তরের উলটো দিকে ব্যারিকেড ভাঙলেন কৃষকরা। পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার দিল্লির বিভিন্ন প্রান্ত। 

সকাল ১১.৩৭: সাধারণতন্ত্র দিবসে ফ্লাইপাস্ট অত্যাধুনিক রাফালে ফাইটার জেট ও জাগুয়ার বোমারু বিমানের। একলব্য ফর্মেশনে শক্তিপ্রদর্শন ভারতীয় যুদ্ধবিমানগুলির।

সকাল ১১.২০: বাংলার কালাহান্ডির সংস্কৃতি তুলে ধরা হল। নৃত্য প্রদর্শন করলেন কলকাতার ছাত্রছাত্রীরা। 

সকাল ১১.০৬: দিল্লির রাজপথে আয়ুশ ক্বাথের ট্যাবলো। 

সকাল ১১.০৩: দিল্লির সঞ্জয় গান্ধী ট্রৈন্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের উপর লাঠি চার্জ করল পুলিশ। ছোঁড়া হল টিয়ার গ্যাসও।

সকাল ১১.১৫: কলকাতার রেডরোডেও উদযাপিত সাধারণতন্ত্র দিবস। 

সকাল ১১.০০: আত্মনির্ভর ভারতের ট্যাবলোও রয়েছে। 

সকাল ১০.৫৩: দিল্লির রাজপথে বাংলার সবুজ সাথী ট্যাবলোর প্রদর্শন। রয়েছে উত্তরপ্রদেশের রাম মন্দিরের ট্যাবলো-ও। 

সকাল ১০.৩৭: রাজপথে শক্তি দেখাল ন্যাশনাল সিকিওরিটি গার্ডও। 

সকাল ১০.৩৫: দিল্লির স্বরূপ নগরে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালির উপর পুষ্পবৃষ্টি করল স্থানীয় বাসিন্দারা। 

সকাল ১০.৪০: রেড রোডে কুচকাওয়াজ ও কলকাতা পুলিশের বাইক ব়্যালি।

সকাল ১০.৩১: কলকাতার রেড রোডে উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সকাল ১০.২৭: রাজপথে ডিআরডিও-র ট্যাবলো। 

সকাল ১০.২৫: বায়ুসেনার কুচকাওয়াজে রয়েছেন প্রথম মহিলা ফাইটার জেট পাইলট ভাবনা কান্ত। রয়েছে তেজসও। 

সকাল ১০.১৬: শক্তি দেখাচ্ছে পিনাকা রকেট লঞ্চার সিস্টেম, শিল্কা সিস্টেম। 

সকাল ১০.১০: রাজপথে শক্তি প্রদর্শন টি-৯০ ভীষ্ম ট্যাঙ্কের। রয়েছে ব্রহ্মসও। 

সকাল ১০.০৮: মুক্তিযুদ্ধের যোদ্ধাদের সম্মান জানিয়ে দিল্লির রাজপথে কুচকাওয়াজ বাংলাদেশের সেনাবাহিনীর।

সকাল ১০.০১: দিল্লির রাজপথে উত্তোলিত হল জাতীয় পতাকা।

সকাল ১০.০০: সাধারণতন্ত্ দিবসে বিশেষ পাগড়ি পরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পাগরি তাঁকে উপহার দিয়েছেন গুজরাটের জামনগরের রাজ পরিবার। 

সকাল ৯.৫২: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল ৯.৩৯: দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত তিন বাহিনীর প্রধানও।

সকাল ৯.৩৭: কোভিড পরিস্থিতিতে এবার ব্যতিক্রমী সাধারণতন্ত্র দিবস পালন। মাস্ক পরে প্যারেড করবেন জওয়ানরা। দর্শকাসনে উপস্থিত মাত্র ২৫ হাজার মানুষ। 

সকাল ৯. ৩৫: দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

সকাল ৯.২৬: টিকরি সীমানায় চলছে ট্রাক্টর ব়্যালি।

সকাল ৯.১৮: নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

সকাল ৯.০০: বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। 

সকাল ৮.৪৫: টিকরি বর্ডারেও ব্যারিকেড ভাঙলেন কৃষকরা। 

সকাল ৮.৪০: প্রবল ঠাণ্ডার মধ্যে লাদাখে জাতীয় পতাকা উত্তোলন করলেন আইটিবিপি জওয়ানরা। 

সকাল ৮.৩০: সিঙ্ঘু সীমানায় পুলিশ ব্যারিকেড ভাঙল আন্দোলনরত কৃষকরা।

সকাল ৮.২০: দিল্লির বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

সকাল ৮.১০: গাজিপুর, সিংঘু, টিকরি সীমানায় চলছে ট্র্যাক্টর ব়্যালির প্রস্ততি। কৃষকদের ট্র্যাক্টরগুলিতে ত্রিবর্ণে সাজিয়ে ফেলা হয়েছে। 

সকাল ৮.০০: সাধারণতন্ত্র দিবসরে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা পাঠালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement