shono
Advertisement
Retail inflation

আমজনতার স্বস্তি! খুচরো মুদ্রাস্ফীতির হার কমে ১.৫৫ শতাংশ

গত ছ’বছরে এটাই মুদ্রাস্ফীতির সর্বনিম্ন হার।
Published By: Biswadip DeyPosted: 07:15 PM Aug 12, 2025Updated: 07:15 PM Aug 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের জন্য বড়সড় স্বস্তি। দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হল ১.৫৫ শতাংশ। কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। সিপিআই কমেছে ৫৫ বেসিস পয়েন্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির হারকে ৪ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য, তা গতবছর জুলাইতেই পূরণ হয়ে গিয়েছে। এবছরও সেই ধারা বজায় রইল। কেন্দ্রের দাবি, গত ছ’বছরে অর্থাৎ ২০১৭ সালের জুলাই থেকে ধরলেই এটাই হল মুদ্রাস্ফীতির সর্বনিম্ন হার।

Advertisement

কেন্দ্রের পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবছর জুন মাসে ভোক্তা মূল্য সূচক বা কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়ে হয়েছে ১.৫৫ শতাংশ। উল্লেখ্য, গত বছর জুনে গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে মূল্যবৃদ্ধি ৫.০৮ শতাংশে পৌঁছেছিল। তবে জুলাইতে তা নেমে আসে ৩.৫৪ শতাংশে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়ে ছিল ১.৯৭ শতাংশে। যা গত ছ’বছরে ছিল সর্বনিম্ন। কেন্দ্রের মতে, ডাল, শাকসবজি, মশলা, মাছ-মাংস, চিনি, মিষ্টি এবং দুগ্ধজাত পণ্যের দাম হ্রাস পাওয়ার কারণেই চলতি বছর জুলাইয়ে মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে ১.৫৫ শতাংশ। এর আগে গত মাসেও আশাব্যাঞ্জকই ছিল ছবিটা। সেবার খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হয়েছিল ২.১ শতাংশ। এবার তা আরও কমল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার কমে হল ১.৫৫ শতাংশ। কেন্দ্রের তরফে এই তথ্য জানানো হয়েছে।
  • সিপিআই কমেছে ৫৫ বেসিস পয়েন্ট।
  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুদ্রাস্ফীতির হারকে ৪ শতাংশের মধ্যে রাখার যে লক্ষ্য, তা গতবছর জুলাইতেই পূরণ হয়ে গিয়েছে। এবছরও সেই ধারা বজায় রইল।
Advertisement