shono
Advertisement
RG Kar case

বুধবারই সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি, উঠবে সঞ্জয়ের শাস্তি প্রসঙ্গ?

ডিসেম্বরের শেষের দিকে আর জি কর ইস্যুতে শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল।
Published By: Subhajit MandalPosted: 08:39 PM Jan 21, 2025Updated: 10:17 PM Jan 21, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: নিম্ন আদালতের রায়ের দুদিন পরই আর জি কর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে। তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আর জি কর মামলা। নিম্ন আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আর জি কর মামলা। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে।

Advertisement

ডিসেম্বরের শেষের দিকে শেষবার আর জি কর ইস্যুতে শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল। সেসময় আদালত জানায়, জুনের তৃতীয় সপ্তাহে মামলাটি ফের শোনা হবে। তবে এর মধ্যে কোনও পক্ষ যদি নতুন করে কোনও অভিযোগ জানাতে চায়, বা মামলা সংক্রান্ত নতুন কোনও তথ্য পেশ করতে চায় তাহলে সেই সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে বলে খবর।

গত আগস্টে কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল দেশের শীর্ষ আদালত। সেই মামলার শুনানি চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। এদিকে সুপ্রিম কোর্টের সমান্তরালভাবে শিয়ালদহ আদালতেও চলছিল আরজি করের মূল মামলার বিচারপ্রক্রিয়া। সোমবারই সেই মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেই রায়ে অবশ্য কোনও পক্ষই খুশি নয়। আদালত কেন আর জি করের ঘটনাকে 'বিরলের মধ্যে বিরলতম' অপরাধ হিসাবে গণ্য করল না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সেসব প্রশ্ন বুধবার শীর্ষ আদালতেও উঠতে পারে।

এদিকে নিম্ন আদালতের রায়ে অসন্তুষ্ট রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে। সেই মামলার পৃথক শুনানি হবে কলকাতা হাই কোর্টে।  বুধবার হাই কোর্টেও মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিম্ন আদালতের রায়ের দুদিন পরই আর জি কর মামলা উঠছে সুপ্রিম কোর্টে।
  • শীর্ষ আদালতে বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।
  • তালিকায় ৪২ নম্বরে রাখা হয়েছে আর জি কর মামলা।
Advertisement