Russia-Ukraine War: মোদি সরকারের ভ্রান্ত নীতির জেরেই এক মেরুতে পাকিস্তান-রাশিয়া-চিন! বিস্ফোরক রাহুল

05:29 PM Feb 25, 2022 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকে (Russia-Ukraine War) হাতিয়ার করে ফের কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার অভিযোগ, কেন্দ্রের ভ্রান্ত নীতিতেই আজ এক মেরুতে চলে এসেছে পাকিস্তান, চিন এবং আমেরিকা। আর এই নয়া ত্রয়ী ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।

Advertisement

শুক্রবার এক টুইটে কংগ্রেস নেতা বেশ কয়েকটি খবরের স্ক্রিনশট পোস্ট করেছেন। যার মূল বক্তব্য হল ভারত সরকারের ভ্রান্ত নীতি পাকিস্তান এবং চিনের সঙ্গে সঙ্গে রাশিয়াকেও (Russia) এক সারিতে এনে দাঁড় করিয়েছে। এবং রাশিয়া-চিন-পাকিস্তানের এই আঁতাত ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।

Advertising
Advertising

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কী মত ভারতের কমিউনিস্টদের? বিবৃতি দিল সিপিএম]

দিনকয়েক আগে সংসদে দাঁড়িয়ে কংগ্রেস (Congress) নেতা অভিযোগ করেছিলেন, “মোদি সরকারের সবচেয়ে বড় অপরাধ হল এই সরকার চিন এবং পাকিস্তানকে এক সারিতে এনে দিয়েছে।” কিন্তু ঘটনাচক্রে দেখা গিয়েছে ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধের আবহ চলছে, তখন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সোজা চলে গিয়েছেন মস্কোতে। এমনকী, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার খবরে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। আবার চিনও প্রকাশ্যে রাশিয়ার অবস্থানকে সমর্থন করে বিবৃতি দিয়েছে। অন্যদিকে রাশিয়া নিয়ে ভারত সরকার এখনও অবস্থান স্পষ্ট করতে পারেনি।

[আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চায় আমেরিকাও! জয়শংকরকে ফোন মার্কিন স্বরাষ্ট্রসচিবের]

বস্তুত ভারত সরকার এখন উভয় সংকটে। যুদ্ধ থামাতে ইতিমধ্যেই ভারতকে পাশে চেয়েছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আবার ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এর মধ্যে আবার আমেরিকাও ভারতকে পাশে চেয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকা (USA) এভাবে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চাওয়ায় ভারত সরকার উভয় সংকটে পড়ে যেতে পারে। কারণ, রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের সম্পর্ক পুরনো। সময়ে-অসময়ে ভারতকে নানাভাবে সাহায্য করে আসছে রাশিয়া। এই পরিস্থিতিতে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাওয়াটা ভারতের পক্ষে চাপের। আবার আমেরিকার সঙ্গে গত কয়েক বছরে ভারতের হৃদ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতির কথা ভেবে আমেরিকার ডাক উপেক্ষা করাটাও বেশ কঠিন কাজ হবে আমেরিকার জন্য। ভারতের এই উভয় পক্ষের সংকটের জন্য মোদির ভ্রান্ত নীতিকেই দায়ী করছেন রাহুল।

Advertisement
Next