shono
Advertisement
S Jaishankar

মার্কিন পণ্যে কোনওরকম শুল্ক চাপাবে না ভারত! ট্রাম্পের দাবিতে পালটা কড়া বার্তা জয়শংকরের

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চায় নয়াদিল্লি।
Published By: Anwesha AdhikaryPosted: 07:42 PM May 15, 2025Updated: 07:42 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন পণ্যে কোনওরকম শুল্ক থাকবে না! বাণিজ্য অব্যাহত রাখতে এমন নীতিই নাকি গ্রহণ করতে চলেছে ভারত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও এই বিষয়টি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি সাফ জানান, এখনও বাণিজ্যনীতি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

বৃহস্পতিবার দোহায় বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতে শুল্কের হার খুব বেশি। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন। কিন্তু ভারত নাকি আমেরিকার জন্য এমন নীতি গ্রহণ করবে যেন মার্কিন পণ্যে কোনও শুল্কই না থাকে। এই মর্মে আমেরিকাকে নাকি প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি। তবে বিস্ফোরক মন্তব্য করলেও বিশদে এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি ট্রাম্প। তবে তাঁর মন্তব্য হু হু করে ছড়িয়ে পড়ে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশমন্ত্রীকে। প্রশ্নের জবাবে জয়শংকর জানান, "ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। এগুলো অত্যন্ত জটিল আলোচনা। সমস্ত বিষয় নিয়ে আলোচনা না হওয়া পর্যন্ত পুরোটা বলা কঠিন। তবে যেকোনও বাণিজ্য চুক্তি দুপক্ষের কাছেই লাভবান হওয়া উচিত। অন্তত এই চুক্তি থেকে আমরা সেটাই আশা করি। তাই যতক্ষণ না চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মতামত দেওয়া উচিত নয়।"

উল্লেখ্য, মসনদে প্রত্যাবর্তনের ১০০ দিন পেরিয়ে যাওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বোঝাপড়া ইতিবাচক দিকেই এগোচ্ছে। খুব শীঘ্রই ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছে তাঁর প্রশাসন। প্রসঙ্গত, তীয়বার ক্ষমতায় এসেই শুল্কবাণে গোটা পৃথিবীকে নাজেহাল করেছেন ট্রাম্প। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক চাপায় হোয়াইট হাউস। পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমার মধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চায় নয়াদিল্লি। কিন্তু ট্রাম্পের শুল্ক চাপের জেরে সত্যিই কি মাথা নোয়াবে ভারত? মার্কিন পণ্য থেকে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হবে? ট্রাম্পের মন্তব্যের পর জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার দোহায় বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতে শুল্কের হার খুব বেশি।
  • সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে প্রশ্নের মুখে পড়তে হয় বিদেশমন্ত্রীকে।
  • মসনদে প্রত্যাবর্তনের ১০০ দিন পেরিয়ে যাওয়ার পর ট্রাম্প জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বোঝাপড়া ইতিবাচক দিকেই এগোচ্ছে।
Advertisement