shono
Advertisement

লকডাউন অগ্রাহ্য করে জমায়েত, তলোয়ার উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি স্বঘোষিত ধর্মগুরুর

ভাইরাল স্বঘোষিত ধর্মগুরুর গুণ্ডামি। The post লকডাউন অগ্রাহ্য করে জমায়েত, তলোয়ার উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি স্বঘোষিত ধর্মগুরুর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 AM Mar 26, 2020Updated: 10:26 PM Apr 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তবে তা অগ্রাহ্য করছে অনেকেই। পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে বাড়ি পাঠাচ্ছে তাদের। এই আবহেই একেবারে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল উত্তরপ্রদেশে। নির্দেশ অমান্য করে জমায়েত করার পরেও তলোয়ার দেখিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্বঘোষিত এক ধর্মগুরুর বিরুদ্ধে।

Advertisement

নিজেকে মা আদি শক্তি হিসাবেই সকলের কাছে পরিচয় দেন ওই মহিলা। তিনি উত্তরপ্রদেশের দেওড়িয়ার মেহদা পূর্ব গ্রামের বাসিন্দা। অভিযোগ, লকডাউনের প্রথম দিনেই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন ওই মহিলা। অন্তত ১০০ জন স্থানীয় বাসিন্দা ভিড়ও জমান।

[আরও পড়ুন: উত্তর-পূর্বের তরুণীকে ‘করোনা’ বলে ডাকার জের, গ্রেপ্তার অভিযুক্ত]

লোকমুখে জমায়েতের খবর পৌঁছয় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জমায়েত হঠানোর চেষ্টা করে। তাতেই বাধা দেয় ওই মহিলা। ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছে, লাল রংয়ের সিল্কের শাড়ি পরে তলোয়ার উঁচিয়ে পুলিশের দিকে তেড়ে আসে ওই স্বঘোষিত ধর্মগুরু। ভিড় হঠানোর চেষ্টা করলে পুলিশের উপর হামলা করার হুঁশিয়ারিও দেয় ওই মহিলা। তার সুরে সুর মেলাতে শুরু করে জমায়েত করা ভক্তরাও। গ্রেপ্তার করা হবে পুলিশের পালটা হুঁশিযারিতে প্রথম দফায় থামেনি ওই মহিলা। পরিবর্তে পরিস্থিতি ক্রমেই বেগতিক হতে শুরু করে। অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। ওই মহিলা এবং তার ভক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বঘোষিত ওই ধর্মগুরুর তলোয়ার উঁচিয়ে পুলিশকে হুমকির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রুখতে লকডাউনের কোনও বিকল্প নেই। তারপরেও মহিলার আচরণ নিয়ে নিন্দায় মুখর নেটিজেনরা। এই মহিলা যে মোটেও সচেতন নাগরিক নন, তা বলছেন অনেকেই। প্রয়োজনে আইনি ব্যবস্থার মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হচ্ছে বলেই দাবি প্রশাসনের। 

[আরও পড়ুন: লকডাউনে দুধ কিনতে বেরনোয় ‘বেধড়ক মার’ পুলিশের, মৃত হাওড়ার যুবক]

The post লকডাউন অগ্রাহ্য করে জমায়েত, তলোয়ার উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি স্বঘোষিত ধর্মগুরুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement