সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের ভাঙনে এবার কার্যত সিলমোহর দিয়ে দিলেন এনসিপির শরদ গোষ্ঠীর সুপ্রিম শরদ পওয়ার। মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনের আগে শরদও স্পষ্ট বলে দিলেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল জাতীয় স্তরের নির্বাচনের জন্য। স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়তে হবে, এমন কোনও কথা কোনও ভাবেই হয়নি।
দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। জোটের তাবড় তাবড় নেতারা ইতিউতি কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এসবের মধ্যে শিব সেনার উদ্ধব শিবির ঘোষণা করে দিয়েছে, মহারাষ্ট্রের আসন স্থানীয় নির্বাচনে একা লড়বে তাঁরা। এনসিপির শরদ শিবিরের তরফেও একই ইঙ্গিত দেওয়া হল। শরদ পওয়ার বুঝিয়ে দিলেন, মহারাষ্ট্রের আসন্ন স্থানীয় নির্বাচনে আলাদাই লড়বে তাঁর দল। যদিও শরদ পওয়ার জানিয়েছেন, জোট শরিকদের মধ্যে কোনওরকম আলোচনা হচ্ছে না, এটা ঠিক নয়।
শরদ পওয়ার বলছেন, আগামী ৮-১০ দিনের মধ্যেই মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ির শরিকরা বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে আসন্ন স্থানীয় নির্বাচনে একা লড়াই করা হবে নাকি আলাদা লড়াই করা হবে। তবে তাঁর সাফ কথা, "ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল জাতীয় নির্বাচনকে মাথায় রেখে। স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করার কোনও আলোচনা হয়নি। আমাদের শরিকদের মধ্যে আলোচনা হয়েছে। দ্রুত এ নিয়ে বৈঠক ডাকা হবে।"
আসলে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পরই জোটের অন্দরে চিড় ধরতে শুরু করেছিল। প্রচার প্রক্রিয়া নিয়ে শিব সেনা ও কংগ্রেস একে অপরকে প্রকাশ্যে আক্রমণও শানায়। বিধানসভা নির্বাচনে বিজেপির মহাজুটি ২৮৮ আসনের মধ্যে ২৩০টি আসনে জয় পায়। সেখানে বিরোধী শিবির জেতে মাত্র ৪৬টি আসনে।