সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কাটিয়ে অবশেষে সুদিন ফিরল দালাল স্ট্রিটে! অতীতের ধাক্কা সামলে সোমবার সকালে ৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সোম সকালে শেয়ার বাজারের মতিগতি দেখে বিশেষজ্ঞরা আশা করছেন, অতীতের রক্তক্ষরণ কাটিয়ে হয়ত এবার ভালো সময় আসতে চলেছে বাজারে।
সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন দালাল স্ট্রিট খোলার পরই গ্রিন সিগন্যাল দেখা যায় বাজারে। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬৩৮.১২ পয়েন্ট অর্থাৎ ০.৭৫ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৮৫,৫৬৭.৪৮তে। পাশাপাশি ২০৬ পয়েন্ট বাড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে ০.৭৯ শতাংশ বেড়ে নিফটি পৌঁছে যায় ২৬,১৭২.৪০তে। বৃদ্ধি দেখা গিয়েছে মিডক্যাপ নিফটি (১০৯.৩০), ব্যাঙ্ক নিফটির (২৩৪.৮০) সূচকেও।
যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, সোলার ইন্ডাস্ট্রিজ (+৫.৯৫), শ্রীরাম ফিনান্সিয়াল (+৩.৬৮), উইপ্রো (+৩.১১), কোচিন শিপইয়ার্ড (+৭.৬২), রেল বিকাশ নিগম (+৪.১৮), হিন্দুস্থান কপারের (+৪.০৯) মতো শেয়ারগুলিতে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে, সাইমেনস এনার্জি (-৪.৭৫) এইচডিএফসি লাইফ (-০.৬১), ডিক্সন টেকনো (-৩.১৯), ইন্ডিগো (-০.১৬)।
বাজার বিশেষজ্ঞদের মতে, গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নামছিল শেয়ারবাজার। বিরাট উত্থানের পর এই পতন প্রত্যাশিতই ছিল। এমনকি টাকার দামে পতন, বিদেশি বিনিয়োগের মতো সমস্যার জেরে খুব একটা সাফল্যের মুখ দেখেনি দালাল স্ট্রিট। তবে বাজারের চরিত্র অনুযায়ী একটানা পতনের পর এবার শেয়ার বাজার কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বলেই আশা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণও বাড়ছে ক্রমশ। তারই ফল দেখা যাচ্ছে শেয়ার বাজারে।
